বছরের একদম গোড়াতেই উসকে গেল যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মার বিচ্ছেদের জল্পনা। তাঁরা ইনস্টাগ্রামে একে অন্যকে আনফলো করেছেন। আর এর মাঝেই ইঙ্গিতবহ বার্তা লিখলেন যুজবেন্দ্র চাহাল। তাতে যেন জল্পনার আগুনে ঘি পড়ল। দুজনের মধ্যে যে বিশেষ কিছু ঠিক নেই এই লেখা পড়ে সেটাই সন্দেহ করছেন তাঁর অনুরাগীরা। কী লিখলেন ভারতীয় ক্রিকেটার।
আরও পড়ুন: 'এবার মনে পার্মানেন্ট জায়গা চাই', হঠাৎ কার জন্য প্রকাশ্যে এমনটা লিখলেন ওয়ামিকা?
বিচ্ছেদের চর্চার মাঝে কী লিখলেন যুজি ওরফে যুজবেন্দ্র চাহাল?
এদিন ইনস্টাগ্রামের স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেন ভারতীয় তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। সেখানে তিনি লেখেন, 'কঠিন পরিশ্রমই বুঝিয়ে দেয় একটা মানুষের চরিত্র কেমন। তুমিই জানো তোমার সফর। তুমিই জানো তোমার কষ্টটা। তুমিই জানো এখানে পৌঁছানোর জন্য তুমি কী কী করেছ। গোটা বিশ্ব জানে।'
এদিন যুজবেন্দ্র চাহাল তাঁর পোস্টে আরও লেখেন, 'তুমি তোমার রক্ত ঘাম ঝরিয়েছ তোমার বাবা মাকে গর্বিত করার জন্য। মাথা উঁচু করে থাকো গর্বিত সন্তান হিসেবে।' ফলে এই পোস্ট যে বেশ আবেগঘন হয়ে করেছেন তিনি, আর সেখানে গর্বিত সন্তান হওয়ার উল্লেখ থাকলেও, লড়াইয়ের কথা থাকলেও, স্বামী হিসেবে কোনও বক্তব্য রাখেননি সেটা দেখাই যাচ্ছে। আর এটা দেখেই যেন নেটিজেনদের মধ্যে জোড়ালো হয়েছে তাঁদের বিচ্ছেদের জল্পনা।
তাঁরা অর্থাৎ যুজি এবং ধনশ্রী দীর্ঘ ৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছেন বলেই জল্পনা। তাঁর ইতিমধ্যেই ইনস্টাগ্রামে একে অন্যকে আনফলো করে দিয়েছেন। শুধু তাই নয়, এমনকি যুজি তাঁর প্রোফাইল থেকে ধনশ্রীর সমস্ত ছবিও সরিয়ে দিয়েছেন বলেই জানানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার একটি রিপোর্টে জানানো হয় বিগত কয়েক মাস ধরেই নাকি এই তারকা জুটি আলাদা থাকছেন। যদিও তাঁদের এক আলাদা থাকার নেপথ্যে কোন কারণ আছে সেটা স্পষ্ট নয়। যদিও এটাই প্রথমবার নয়, যখন তাঁদের সম্পর্কে যে বিশেষ কিছু ঠিক নেই সেটা নিয়ে চর্চা হচ্ছে। এর আগেও ২০২৩ সালে ধনশ্রী তাঁর ইনস্টাগ্রাম থেকে চাহাল পদবী সরিয়ে দেন। তখনও উসকে যায় তাঁদের বিচ্ছেদের জল্পনা। যদিও সেই সময় যুজবেন্দ্র চাহাল নিজেই সেই চর্চাকে খারিজ করেন। অনুরাগীদের অনুরোধ করেন ভুলভাল খবর না ছড়াতে।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো ২০২০ সালের ডিসেম্বর মাসে সাতপাকে বাঁধা পড়েছেন যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী ভার্মা। করোনার সময় তাঁদের প্রেম শুরু হয়। সেই সময় ধনশ্রীর নাচে, রিলসে মুগ্ধ হয়ে তাঁর কাছে নাচ শিখতে গিয়েছিলেন যুজি সেই শুরু। তারপর বিয়ের পর তাঁরা ভারতীয় ক্রিকেট দুনিয়ার অন্যতম চর্চিত জুটি হয়ে ওঠেন। যদিও বর্তমানে তাঁর বিচ্ছেদের জল্পনা বাড়লেও নিজেরা এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি।