কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর অবশেষে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবাল। প্রায় ৭ বছর ধরে তাঁদের মধ্যে প্রণয়ের সম্পর্ক রয়েছে। ২৩ জুন, রবিবার বিয়ে করছেন তাঁরা। ইতিমধ্যেই মেহেন্দি হয়ে গিয়েছে। বাড়ি আলোর মালায় সেজে উঠেছে। বাদ যায়নি বিয়ের আগে পুজোও। এবার একটি অদেখা ভিডিয়ো প্রকাশ্যে এল ঠিক তাঁদের বিয়ের আগে যেখানে তাঁদের পছন্দের খাবার প্রসঙ্গে জানা গেল।
জাহির ইকবাল এবং সোনাক্ষী সিনহা কী খেতে ভালোবাসেন?
সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে একটি রেস্তোরাঁয় সোনাক্ষী জাহির, হুমা কুরেশি এবং তাঁর ভাই সাকিব সেলিম বসে আছেন। এবং অপেক্ষা করছেন তাঁদের 'থালি'র জন্য। তাঁদের রীতিমত থালা বাজিয়ে থালি থালি বলে চিৎকার করতে দেখা যায় মিস্টার ইন্ডিয়া ছবির মতো।
বিয়ের পর কি ধর্ম বদলাবেন সোনাক্ষী?
জাহির ইকবাল যেহেতু মুসলিম এবং সোনাক্ষী সিনহা হিন্দু তাই স্বাভাবিক ভাবেই অনেকেই প্রশ্ন তুলছেন তবে কি বিয়ের পর অভিনেত্রী ধর্ম বদলাবেন? এই বিষয়ে উত্তর দিলেন জাহিরের বাবা ইকবাল রতংশী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সোনাক্ষী ইসলাম ধর্ম গ্রহণ করবেন না বিয়ের পর। একই সঙ্গে তিনি ফ্রি প্রেস জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন যে তাঁরা সোনাক্ষী জাহিরের বিয়েতে না কোনও মুসলিম আচার পালন করবেন না হিন্দু আচার। সইসাবুদ করে বিয়ে করবেন তাঁরা।
কোথায় বিয়ে হবে জাহির এবং সোনাক্ষী সিনহার?
সোনাক্ষী সিনহার বাবা তথা বিখ্যাত অভিনেতা এবং এমপি শত্রুঘ্ন সিনহার এক ঘনিষ্ট বন্ধু শশী রঞ্জন ইটাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন 'ও (সোনাক্ষী সিনহা) যাকে ভালোবাসে তাকেই বিয়ে করতে চলেছে। সকলেই অংশ নিচ্ছে, শত্রুঘ্নর ভাই আসছে আমেরিকা থেকে। ওদের বিয়ের রেজিস্ট্রি জাহির ইকবালের বাড়িতে অনুষ্ঠিত হবে। এটা আমাদের সবার জন্য দারুণ আনন্দের একটা মুহূর্ত।' তবে রিসেপশন হবে মুম্বইয়ের বিখ্যাত রেস্তরাঁ বস্তিয়ায়।
আরও পড়ুন: বেসুরো বেতালা গাওয়া পুরনো ভিডিয়োর জেরে ট্রোল্ড কিয়ারা! বললেন, 'আচমকাই কী যে হল...'
শত্রুঘ্ন সিনহার বাড়ি সেজে উঠেছে আলোয়
ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সোনাক্ষী সিনহা এবং জাহির ইকবালের বিয়ের তোড়জোড়। দুটো পরিবারের তরফে এই বিয়েতে সমান ভাবে যোগ দেওয়া হয়েছে। মুম্বইয়ের জুহুতে শত্রুঘ্ন সিনহার যে বিখ্যাত বাড়িটি আছে অর্থাৎ রামায়ণ সেটা ইতিমধ্যেই আলোর মালায় সেজে উঠেছে। অনুষ্ঠিত হয়েছে পুজোও।