সবেমাত্র জাহির ইকবালের সঙ্গে বিবাহ-বন্ধনে আবদ্ধ হয়েছেন। ইতিমধ্যেই জাহির-সোনাক্ষীর বিয়ের অনুষ্ঠানের নানান ভিডিয়ো নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে। এদিকে বিয়ের পরপরই স্বামী জাহিরের সঙ্গে দামি BMW গাড়ি চড়তে দেখা গেল সোনাক্ষীকে। জানা যাচ্ছে, স্বামী ইকবালই নাকি নতুন বউকে এই গাড়ি উপহার দিয়েছেন।
সোনাক্ষীর এই নতুন BMW EV i7 গাড়ির দাম কত জানেন?
জানা যাচ্ছে, ব্যাটারি চালিত বিলাসবহুল সেডান i7 এর প্রাথমিক মূল্য ২.০৩ কোটি টাকা (এক্স-শোরুম)। তবে এই গাড়িগুলিরই একটু ভালো মডেলগুলির দাম ২.৫০ কোটি টাকা (এক্স-শোরুম)। দাবাং অভিনেতা সোনাক্ষীকে তাঁর সদ্য বিবাহিত বর ঠিক কোন মডেলের গাড়ি উপহার দিয়েছেন তা এখনও নিশ্চিত নয়। তবে এই গাড়িটি পুরোপুরি ব্যাটারি চালিত বলে জানা যাচ্ছে।

তবে সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিয়োতে সোনাক্ষী-জাহিরকে নতুন সাদা রঙের মডেলের একটা গাড়িতে দেখা যায়। সোনাক্ষী জাহির সেই মুহূর্তে লেন্সবন্দি হয়েছেন. যখন তাঁরা একসঙ্গে রিসেপশন পার্টির জন্য মুম্বইয়ের দাদার এলাকার বস্তিয়ান রেস্তোরাঁয় আসছিলেন।
প্রসঙ্গত, পেশায় সোনাক্ষীর স্বামী জাহির ইকবালও একজন অভিনেতা। সলমন খানের হাত ধরেই সিনেমার দুনিয়ায় পা রেখেছিলেন জাহির। সোনাক্ষীর সঙ্গে সিনেমায় কাজ করতে গিয়েই তাঁর আলাপ ও বন্ধুত্ব হয়। তাঁরা একসঙ্গে ২০২২ সালে 'ডবল এক্সএল' ছবিতে কাজ করেছিলেন। তারপর টানা ৬ বছর তাঁরা চুটিয়ে প্রেম করেছেন। যদিও শুরুর দিকে জাহিরের সঙ্গে সম্পর্ক মেনে নেয়নি সোনাক্ষীর পরিবার। তবে শেষপর্যন্ত একমাত্র 'লাডলি বেটি'র থেকে দূরে থাকতে পারেননি শত্রুঘ্ন সিনহা।
জাহিরের পরিবারের সঙ্গে সলমন খানের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। জাহির ইকবাল ধনী পরিবারের ছেলে। জাহিরের বাবা ইকবার রতনসি একজন জুয়েলারি ব্যবসায়ী। অল্পবয়সে তিনি নাকি সলমনকে টাকাও ধার দিয়েছিলেন। সল্লু আবার নাকি সে টাকা ফেরতও দেননি। পরবর্তী সময়ে 'নোটবুক' ছবির হাত ধরে জাহির ইকবালকে বলিউডে লঞ্চ করেন সলমন।