সোনাক্ষী সিনহা সদ্যই তাঁর দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। গত মাসের ২৩ জুন তাঁরা তাঁদের নিকটজনদের উপস্থিতিতে সই সাবুদ সেরে বিয়ে করেন। সেদিনই রাতে বলিউডের বন্ধুদের জন্য রেখেছিলেন গ্র্যান্ড রিসেপশনের ব্যবস্থা। বিয়ের পর এখন সবে মাত্র কেটেছে, স্ত্রীতেই মজে আছেন জাহির। এবার পুরোনো একটি অদেখা ছবি পোস্ট করলেন তিনি।
আরও পড়ুন: ছোট্ট বোনু ইয়ালিনিকে গল্প পড়ে শোনাচ্ছে দাদা ইউভান! দুই সন্তানের কাণ্ড দেখে কী লিখলেন শুভশ্রী?
জাহিরের নতুন পোস্ট
সোমবার, ৮ জুলাই তাঁর এবং সোনাক্ষী সিনহার একটি অদেখা ছবি পোস্ট করেন জাহির ইকবাল। তাঁর পোস্ট থেকেই জানা যায় সাদা কালো এই ছবিটি ২০১৭ সালে তোলা। দুজনেই দুজনের চোখে ডুবে আছেন হাসিমুখে। তাঁদের এই পুরোনো ছবিতে একটি রোম্যান্টিক মুহূর্ত ধরা পড়েছে।
আরও পড়ুন: 'গুগল দাদু'র কাছে যিনিই শিলাজিৎ তিনিই লকেট! অযোগ্যর কাস্টের ছবি দেখে চমকে উঠল নেটপাড়া
জাহিরের পোস্ট করা ছিনিয়ে সোনাক্ষী সিনহাকে একটি কালো ট্যাংক টপ পরে থাকতে দেখা যাচ্ছে। অন্যদিকে জাহিরের পরনে ডেনিম শার্ট। অভিনেত্রী তাঁর তৎকালীন প্রেমিকের গলা জড়িয়ে ধরে রেখেছেন বলেই দেখা যাচ্ছে এই ছবিতে।
এই ছবিটি পোস্ট করে জাহির ইকবাল লেখেন, 'এই দিনের, এই মুহূর্ত। আর এই অনুভূতি। আমি জানতাম এটা চিরকালীন। ২০১৭।' স্বামীর এই পোস্টে মন্তব্য করেছেন সোনাক্ষী সিনহা। তিনি লেখেন, 'আমার জান। এখনও একে অন্যের সুরেই গান গেয়ে চলেছি। আশা করব এটা যেন কখনও না থামে।'
আরও পড়ুন: বিবাহিত জেনেও হীরের আংটি দিয়ে সৌরভকে প্রোপোজ ভক্তের! 'দাদা'র জন্মদিনে অজানা কথা ফাঁস করলেন অভিজিৎ
আরও পড়ুন: রক্তবীজের পর ফের পুজোয় পুলিশ হয়ে বড় পর্দায় ফিরছেন আবির! এবার কোন কেসের তদন্ত করবেন?
প্রসঙ্গত বিয়ের পরপরই দুই পরিবারকে নিয়ে ডিনারে গিয়েছিলেন এই তারকা জুটি। এমনকি সদ্যই তাঁরা তাঁদের হানিমুন সেরে এসেছেন। সেখানকার একাধিক ছবিও শেয়ার করেছেন। প্রসঙ্গত সোনাক্ষী এবং জাহিরের বিয়েতে শত্রুঘ্ন সিনহা এবং পুনম সিনহা উপস্থিত থাকলেও সেখানে তাঁর দুই দফা লব এবং কুশকে দেখা যায়নি।