২০১০ সালে বীর ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন জারিন খান। সলমন খানের হাত ধরে বলিউডে পা রেখেও তেমন ভাবে সাড়া ফেলতে পারেননি তিনি। বরং অনেক সময়ই তাঁকে ক্যাটরিনা কাইফের সঙ্গে তুলনা করা হয়েছে। এবার অভিনেত্রী জানালেন সেটাই তাঁর জন্য ব্যাকফায়ার করেছে।
আরও পড়ুন: (ABC-ই ভরসা...' দিদি নম্বর ওয়ানে ফাঁস রচনার 'বয়স না বাড়া'র রহস্য! ৪৯-এও ২০-এর)
কী জানিয়েছেন জারিন খান?
ভারতী সিং এবং লিম্বাচিয়ার পডকাস্ট শোতে জারিন খান এসেছিলেন সম্প্রতি। সেখানেই তিনি কথা বলেন ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁকে লুকের মিল থাকার প্রসঙ্গ নিয়ে। জানালেন ওটাই তাঁর কেরিয়ারের উন্নতির পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। এই শোতে তিনি বলেন, ' বীর মুক্তি পাওয়ার পর আমার জীবনটা খুব কষ্টকর হয়ে গিয়েছিল। আমি প্রচুর সমালোচনার মুখে পড়েছিলাম। গোটা জীবনটাই যেন বদলে দিয়েছিল সিনেমাটা। যদিও প্রথম প্রথম বেশ ভালো লাগত যে আমায় ক্যাটরিনা কাইফের সঙ্গে তুলনা করা হচ্ছে। কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে জিনিসটা ক্রমেই খারাপ হতে থাকল। আমি যেহেতু মোটা ছিলাম তাই আমার কাছে ক্যাটরিনার সঙ্গে তুলনা আসাটা অনেক বড় ব্যাপার ছিল। কিন্তু ওটাই শেষ পর্যন্ত ব্যাকফায়ার করল।'
তিনি এদিন আরও জানান, 'এই ইন্ডাস্ট্রিতে মনে হচ্ছিল আমি যেন একজন পথ হারানো বাচ্চা। অনেক হেসিটেশন ছিল। অনেককেই আমি চিনতাম না। কিন্তু অনেকে ভাবতো সলমন খান যেহেতু আমায় লঞ্চ করেছেন তাই হয়তো আমার অনেক দেমাগ।'
২০১০ সালে বীর ছবির হাত ধরে জারিন খান বলিউডে পা রাখেন। এরপর তিনি হাউজফুল ২, হেট স্টোরি ৩, আকসর ২, ১৯২১, ইত্যাদি ছবিতে কাজ করেছেন। এমনকি রেডি ছবিতে তিনি একটি গানেও কাজ করেছেন। জারিন একাধিক পঞ্জাবি ছবিতেও কাজ করেছেন।