সম্প্রতি এয়ারপোর্টে দেখা মিলল সলমন খানের বীর সিনেমার নায়িকা জারিন খানের। আর ওজন বাড়ানোর কারণে বডি শেমিংয়ের শিকার হলেন নায়িকা।
1/5সলমন খানের নায়িকা হিসেবেই তিনি বেশি পরিচিত। কথা হচ্ছে জারিন খান প্রসঙ্গে। একসময় তো লোক তাঁর তুলনা টানটেন ক্যাটরিনা কাইফের সঙ্গে। ২০১০ সালে সলমন খানের বীর সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেন তিনি।
2/5জারিনের এই ছবিগুলি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে নীল রঙের একটি টি-শার্ট ড্রেসে দেখা মিলেছে জারিনের। হাঁটুর একটু উপর অবধি ঝুল। খোলা চুল, কালো সানগ্লাস। তবে সবচেয়ে যেটা নজর কেড়েছে নেট-নাগরিকদের তা হল ওজন ভালো বেড়েছে। আর তা নিয়েই হল কটাক্ষ।
3/5‘আগে তো এত মোটা ছিল না, এ কী চেহারা হয়েছে’, লিখেছেন এক নেট-নাগরিক। অপরজন লিখলেন, ‘কেমন যেন থলথলে চেহারা’। তবে কারও আবার পছন্দ এই কার্ভি ফিগারই। একজন লিখেছেন, ‘সবাই যাই বলুক, সাইজ জিরো থেকে অন্তত এরকম সেক্স অ্যাপিল পাওয়া যায় না।’
4/5সেই সময় রটেছিল প্রাক্তন ক্যাটরিনাকে ভুলতেই নাকি তাঁর মতো দেখতে জারিনকে বলিউডে লঞ্চ করেছেন সলমন। ঠিক যেমন করেছিলেন ঐশ্বর্যর মতো দেখতে স্নেহা উল্লালকে নিয়ে এসে। অবশ্য এই দুই নায়িকাই কেরিয়ারের ভিত শক্ত করতে পারেননি বলিউডে। ক্যাটরিনার সাফল্যের ধারেকাছে যেতে পারেননি জারিন।
5/5জারিনের সবচেয়ে যে ছবি নিয়ে চর্চা হয়েছিল তা হল হেট স্টোরি ৩। খোলামেলা সাহসী দৃশ্যে অভিনয় করেছিলেন। এছাড়া হাউজফুল ২, ওয়াজা তুম হো-র মতো সিনেমাতেও কাজ করেছেন। বলিউডে সাফল্য না পেয়ে গিয়েছেন তামিল, তেলুগু, পঞ্জাবি ছবিতে কাজ করতে। কিন্তু সেখানেও সাফল্য অধরা।