জারিন খান তাঁর ব্যক্তিগত জীবনকে লোকচক্ষু থেকে আড়ালে রেখে এসেছেন চিরকাল। ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখার ক্ষেত্রে তিনি বরাবরই পটু। অতীতে বেশ কয়েক জনের সঙ্গে তাঁর নাম নিয়ে প্রেমের গুঞ্জন শুরু হলেও নিজের সে সব নিয়ে কখনওই মুখ খোলেননি নায়িকা। তাঁর সম্পর্ক নিয়ে লাইমলাইট কাড়ার চেষ্টাতো কখনও করেননি বরং তা নিয়ে যাতে জনসমক্ষে কোনও কাটা ছেঁড়া না হয় সেই চেষ্টা করে এসেছেন সব সময়। অনেকের অনুমান তিনি 'বিগ বস'-এর প্রতিযোগী শিবাষিস মিশ্রের সঙ্গে নাকি ডেটিং করতেন ২০২১ সালে। তারপর ২০২৩ সালে নাকি তাঁদের সেই সম্পর্ক ভেঙে যায়।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে জারিন তাঁর বিয়ের পরিকল্পনার আভাস দিয়েছেন। এক পডকাস্টে ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে আলাপচারিতার চলাকালীন, তিনি বলেন, 'বিয়ের কোনও পরিকল্পনা নেই'। তিনি বিয়েতে যে তাঁর আগ্রহ নেই সে কথা প্রকাশ করে তিনি জানান, বিয়ে, সম্পর্ক এই সবই তাঁর জীবনে বিড়ম্বনা বলে মনে হয়। তবে সামাজিক চাপের কারণে তাঁর অনিচ্ছার সত্ত্বেও অনেক সময় তাঁকে বিয়ে করার জন্য জোর করা হয়েছে। তবে জারিন বিয়ে নিয়ে চট করেই কোনও সিদ্ধান্ত নিতে চান না।
আরও পড়ুন: ‘কাল হো না হো’-কে রাবিশ বলেছিলেন শাহরুখ খান! নায়কের মন্তব্য নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ছবির পরিচালক
এখানে তিনি আধুনিক সম্পর্কের ক্ষণস্থায়ী প্রকৃতিরও সমালোচনা করেছেন। সোয়াইপ রাইটের মাধ্যমে ডেটিং করা আর তারপর চট করে সম্পর্ক ভেঙে যাওয়া নিয়ে তিনি নিজের মনের ভাব ব্যক্ত করেছেন। বর্তমানে প্রেমিক-প্রেমিকা বা স্বামী-স্ত্রীরা একে-অপরের সঙ্গে কীভাবে আচরণ করেন তা নিয়েও নানা কথা বলেন জারিন। তাঁর মতে, সবটাই সাময়িক, মোহভঙ্গ হলেই ভাঙে সম্পর্ক। এইসব সম্পর্ক ক্ষণস্থায়ী। এখন তো বেশির ভাগ সম্পর্কের আয়ু মাত্র তিন মাস।
আরও পড়ুন: হার্দিককে ছাড়া অগস্ত্যর কি মুখ ভার? অবশ্য কেক-ডেকারেশন, কোনও অভাব রাখেনি নাতাশা
এই প্রসঙ্গে জারিন তাঁর দাদু-দিদার সম্পর্ক ও তাঁদের ভালোবাসার কথা প্রকাশ করেছেন। নায়িকার চোখে তাঁদের ভালোবাসা চিরন্তন, দীর্ঘস্থায়ী। কারণ মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত তাঁরা এক সঙ্গে ছিলেন। তিনি প্রকাশ করেন যে এই ধরনের দীর্ঘস্থায়ী প্রেম আজকের সময়ে বিরল। তাই তাঁর বিয়ে করার ইচ্ছা চলে গিয়েছে।
সামাজিক এবং পারিবারিক চাপের বিষয়েও নানা কথা বলেন তিনি। অভিনেত্রী স্পষ্ট জানান, তাঁর পরিবার তাঁকে কখনও বিয়ের জন্য চাপ দেন না। তবে তাঁর মা মাঝে মাঝে বিষয়টি নিয়ে জারিনের সঙ্গে কথা বলেন, বিশেষ করে যখন তিনি অন্যদের বিয়ে করতে দেখেন, তখন পরামর্শ দেন যে জারিনেরও এবার বিয়ে নিয়ে বিবেচনা করা উচিত।