বিয়ের ৩৮ বছর প্রেম থেকে বিয়ের অজানা কথা প্রকাশ্যে আনলেন জারিনা ওয়াহাব। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আন্তঃধর্মে বিয়ে করতে কী ঘটিয়েছিলেন তাঁরা। বাদ দিলেন না এটা জানাতে যে তাঁর তৎকালীন প্রেমিক আদিত্য পাঞ্চোলি তাঁকে বিয়ে করতে কী কাণ্ড ঘটিয়েছিলেন। একই সঙ্গে অভিনেত্রী একটি সত্যিও প্রকাশ্যে আনেন এদিন। অনেকেই ভাবেন বা জানেন আদিত্য বুঝি তাঁকে বিয়ে করার জন্য ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন। কিন্তু সেটা কি আদৌ সত্যি?
আদিত্যকে বিয়ে করার প্রসঙ্গে কী জানালেন জারিনা ?
লেহরে রেট্রোকে দেওয়া এই সাক্ষাৎকারে জারিনা ওয়াহাব জানিয়েছেন, 'ও মোটেই ধর্ম বদলায়নি। কিন্তু যেহেতু আন্তঃধর্মের ব্যাপার ছিল তাই ও বাধ্য হয়েছিল নিজের নাম বদলাতে। ও শুধু সেটাই করেছিল।'
এদিন জারিনা আরও জানান যে তাঁরা যখন বিয়ে করেছিলেন অনেকে বলেছিলেন যে তাঁদের বিয়ে নাকি টিকবে না। কিন্তু তাঁরা সেটাকে ভুল প্রমাণ করে দিলেন। দেখতে দেখতে একসঙ্গে তাঁরা প্রায় ৩৮ বছর কাটিয়ে ফেললেন। ১৯৮৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আদিত্য এবং জারিনা।
নিজের বিয়ে প্রসঙ্গে জারিনা ওয়াহাব এদিন আরও বলেন, 'আমি যখন ওকে বিয়ে করি তখন সবাই বলেছিল ও এত হ্যান্ডসাম, এত সুপুরুষ, এত সুন্দর, এত অল্প বয়সী এই বিয়ে পাঁচ মাসের বেশি টিকবে না। কিন্তু এখন ৩৮ বছর হয়ে গিয়েছে। আমার বাড়ির মধ্যে কতগুলো ঠাকুরের সিংহাসন আছে গিয়ে দেখুন। অথচ আমি নামাজ পড়ি। আমরা ধর্মের ভিত্তিতে আমাদের বাড়িতে কোনও ভেদাভেদ করি না। যা যা লাগে আমাদের বাড়িতে সব আছে। আমাদের শ্বশুর বাড়ির লোকজনও ভীষণ ভালো। কখনও কোনও সমস্যায় পড়তে হয়নি।'
আরও পড়ুন: জন্মশতবর্ষে এল সুখবর! মহম্মদ রফির বায়োপিক আনছেন ছেলে, পরিচালনায় কে?
জারিনা এদিন তাঁর কথায় এটা স্পষ্ট করে দেন যে ধর্ম বিষয়টা তাঁদের বিয়েতে কখনও কোনও ভাবেই প্রভাব ফেলেনি। ফেলতে পারেনি। এমনকি তাঁদের সন্তানদের নাম রাখার ক্ষেত্রে না। জারিনা জানান তাঁদের মেয়ের নাম তাঁরা সানা রাখেন একটি পাকিস্তানি শো থেকে অনুপ্রাণিত হয়ে। আর আদিত্য পাঞ্চোলি অভিনীত এই ছবির চরিত্রের নামে তাঁরা তাঁদের ছেলে সুরজ পাঞ্চোলির নাম রাখেন।