অন্বেষা হাজরা ভক্তদের জন্য দুঃসংবাদ! দু-দিন ধরে জি বাংলার মেগায় দেখা মিলছিল না নায়িকার। আনন্দী থেকে দুম করে গায়েব আনন্দী? কেন? সেই প্রশ্নের উত্তরের খোঁজ করছিল ভক্তরা। অবশেষে জবাব দিলেন অন্বেষা নিজেই। কিন্তু নায়িকা যা বললেন, তাতে অস্বস্তি বাড়ল অনুরাগীদের। অসুস্থ অন্বেষা, ভর্তি রয়েছেন হাসপাতালে। আরও পড়ুন-কৃষভির বয়স ১৩ দিন! শ্রীময়ীর ‘বড় বাচ্চা’কে চেনেন? বিয়ের ৯ মাস পূর্তিতে আলাপ করালেন কাঞ্চন ঘরণী
ডেঙ্গু এবং টাইফয়েডে কাবু অভিনেত্রী। জ্বর নিয়েও শ্যুটিং চালিয়েছিলেন গত ১১ই নভেম্বর। অ্যান্টিবায়োটিকস খেয়েও জ্বর কমেনি। তারপর থেকে পুরোপুরিভাবে ভেঙে পড়ে শরীর। মাথা তুলে দাঁড়াতেও পারছিলেন না দুর্বলতার জেরে। অবশেষে ভর্তি হন হাসপাতালে। অন্বেষা জানিয়েছেন, এখন তিনি আগের চেয়ে ভালো রয়েছেন। হাসপাতালের বিছানায় শুয়েই নিজের হেলথ আপটেড দিলেন নায়িকা। আরও পড়ুন-বাবা-মা'র বিচ্ছেদ! আত্মঘাতী খুদে নৃত্যশিল্পী, শ্রুতি লিখলেন-‘যারা তোকে হারালো…
তিনি জানান, ‘ডেঙ্গু এবং টাইফয়েড এর কারণে আমি নার্সিং হোমে এডমিট আছি, শেষ আমি ১১ই নভেম্বর শুটিং করেছিলাম তাও জ্বর অবস্থায়ে, টেম্পারেচার অ্যান্টিবায়োটিকস চলার পরেও না কমার কারণে আমি ভর্তি হই।তবে এই মুহূর্তে আমি ভালো আছি, সব কিছুই নরমাল আছে, আশা করি সামনের সপ্তাহ থেকে তোমাদের সাথে দেখা হবে। আমাদের সবটাই তোমাদের জন্য, আমাদের পাশে থেকো, নিজেরাও ভালো থেকো, সুস্থ থেকো’।
অন্বেষা একটি ছবিও শেয়ার করে নেন। সেখানে দেখা গেল হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অন্বেষার হাতের ঝলক। হাতে স্যালাইনের চ্যানেল করা। অন্বেষার পোস্টে উপচে পড়ছে ‘গেট ওয়েল সুন’ বার্তা। অভিনেত্রী অহনা দত্ত লেখেন, ‘রানির মতো ফিরে আসবে, জলদি সুস্থ হও’। অভিনেত্রী সুস্মিতা চক্রবর্তী অন্বেষাকে সেরে ওঠবার পরেও ডায়েটের দিকে কড়া নজর দিতে বলেন। এখন টাইফয়েড ও ডেঙ্গুর জেরে শরীর মারাত্মক দুর্বল হয়ে পড়ে। তাই ওষুধের পাশাপাশি প্রয়োজন স্বাস্থ্যকর খাবার। ওদিকে অন্বেষা পালটা লেখেন, এখন তাঁর মুড়ি মাখা খেতে মন চাইছে!
অন্বেষা আশ্বাস দিয়েছেন আগামী সপ্তাহ থেকেই আনন্দীতে তিনি ফিরবেন। ছোটপর্দার অতি পরিচিত মুখ অন্বেষা। জি বাংলার এই পথ যদি না শেষ হয়-এর সুবাদে দারুণ জনপ্রিয় হয়েছিল অন্বেষা-ঋত্বিক জুটি। সেই জুটিই ফিরেছে আনন্দীতে। এই মেগা প্রযোজনার দায়িত্বে রয়েছে নীলাঞ্জনার ‘নিনি চিনিস মাম্মাস প্রোডাকশন’। দ্রুত বড়পর্দাতেও দেখা যাবে অন্বেষাকে। মানসী সিনহার ৫ নম্বর স্বপ্নময় লেন-এ থাকছেন অভিনেত্রী। যদিও এটা তাঁর বড়পর্দায় প্রথম কাজ নয়। ডিসেম্বরে মুক্তি পাবে এই ছবি।