বাংলা নিউজ > বায়োস্কোপ > জি় বাংলার নতুন সিরিয়ালের প্রোমো উস্কে দিল 'ইয়ং শেলডন'-এর স্মৃতি

জি় বাংলার নতুন সিরিয়ালের প্রোমো উস্কে দিল 'ইয়ং শেলডন'-এর স্মৃতি

স্ক্রিনগ্র্যাব

এই ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশনে গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সোনালি চৌধুরী। 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি'র প্রোমোতে দেখা যাচ্ছে বাড়ির বাচ্চা ছেলে বোধিসত্ত্ব সপরিবারে বেড়াতে যাওয়ার জন্য বেছে নিয়েছে ধুতি-পাঞ্জাবি, সঙ্গে নিয়েছে ঝোলা ব্যাগ। কিন্তু মজার বিষয় পাঞ্জাবি ঝোলা ব্যাগ নিয়ে রেডি বোধি শেষ অবধি ধুতিই পড়তে ভুলে গেছে।

একঘেয়ে শাশুড়ি, বৌমা, একাধিক বিয়ের প্লটে যখন জরাজীর্ণ বাংলা টেলি দুনিয়া, তখনই খোলা হাওয়ার মত একেবারে ভিন্নস্বাদের এক নতুন সিরিয়াল আসতে চলেছে জি বাংলায়।‌ সিরিয়ালের নাম 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি'। রবিবারই সামনে এসেছে এই সিরিয়ালের প্রোমো।

এই ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশনে গুরুত্বপূর্ণ চরিত্রে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী সোনালি চৌধুরী। 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি'র প্রোমোতে দেখা যাচ্ছে বাড়ির বাচ্চা ছেলে বোধিসত্ত্ব সপরিবারে বেড়াতে যাওয়ার জন্য বেছে নিয়েছে ধুতি-পাঞ্জাবি, সঙ্গে নিয়েছে ঝোলা ব্যাগ। কিন্তু মজার বিষয় পাঞ্জাবি ঝোলা ব্যাগ নিয়ে রেডি বোধি শেষ অবধি ধুতিই পড়তে ভুলে গেছে। বোঝাই যাচ্ছে বোধির বুদ্ধি ও উদ্ভট কাণ্ডকারখানা নিয়েই এগোবে গল্পের প্লট।

 

ইতিমধ্যেই দর্শকদের মধ্যে দারুণ উত্তেজনা সৃষ্টি হয়েছে 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি' নিয়ে।নেটিজেনদের একাংশ এই সিরিয়ালকে বিখ্যাত আমেরিকান টিভি সিরিজ 'ইয়ং শেলডন'-এর সঙ্গে তুলনা করছেন। 'ইয়ং শেলডন' সিরিজটি অন্যতম বিখ্যাত সিরিজ 'দ্য বিগ ব্যাং থিওরি'র প্রিকোয়েল ছিল, যার গল্প শুরু হয় গল্পের মূল চরিত্র ১১বছরের বাচ্চা ছেলে শেলডনের ক্লাস ফোরে ওঠা থেকে। 

অস্বাভাবিকরকম মেধাবী শেলডন কীভাবে তার সাধারণ পরিবার ও সমাজে মানিয়ে চলছ তা নিয়েই ছিল গল্প‌। বলা বাহুল্য বাংলা টেলিভিশন জগতে এই ধরণের কনটেন্ট সেভাবে দেখা যায়নি, জি বাংলার হাত ধরে কী কনটেন্টের চরিত্র পাল্টাবে এবার? উত্তর খুঁজতে আপাতত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে 'বোধিসত্ত্বর বোধবুদ্ধি'র শুরুর জন্য।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মালিক রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির আদরের গোয়া! কিন্তু কে সে? অনশনমঞ্চে অসুস্থ হয়ে পড়লেন অনিকেত, ডাক্তারদের চিঠি দিল পুলিশ, জারি টেনশন চাঁদা তুলে পুজোয় বিশ্বাসী নন, নিজের পুজোয় ঢাকি হয়ে ধরা দিলেন গায়ক অভিজিৎ অদ্ভূত বোলিং! কেয়ার যাদবকে নকল করতে গিয়ে ফুল ফ্লপ রিয়ান! নো বল দিলেন আম্পায়ার… আর ৭ দিন পরেই শুক্রের ঘরে প্রবেশ রাজার, ৫ রাশির হবে বাম্পার লাভ, সম্পর্ক হবে দৃঢ় শুধু লাভের জন্য ব্যবসা করেননি, রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য সৌরভ সহ অন্যান্যদের ‘‌অপরাধ করলে যথাযথ শাস্তি হোক’‌, থ্রেট কালচার নিয়ে বিস্ফোরক দাবি করলেন কুণাল TRP: ছক্কা রাঙামতি তীরন্দাজের, নম্বর বাড়ল অনুরাগের ছোঁয়ার, কথা-ফুলকি কত নম্বরে? ৩.২ কোটি গ্রাহকের তথ্য অনলাইনে বিক্রি করে স্টার হেলথ? মুখ খুলল সংস্থা টেস্টে এখনও দ্রুততম ত্রিশতরান বীরুর! প্রথম চারে দুবারই সেহওয়াগ!পিছনে হেডেন,ব্রুক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.