নতুন ইনিংস শুরু হচ্ছে, এই সুখব সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন পরিচালক-প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দার। রাঙা বউ, গৌরী এলো, এই পথ যদি না শেষ হয়-এর মতো মেগার পর আবারও জি বাংলার পর্দাতেই নতুন সিরিয়াল আনছেন তিনি। তবে কে হবে সেই সিরিয়ালের নায়ক-নায়িকা সেই নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। তবে অবশেষে সামনে এল হাতে গরম আপটেড। আরও পড়ুন-‘আমাদের দু-জনেরই…’, সম্পর্কে সিলমোহর, বিয়ে নিয়ে কী পরিকল্পনা দীপ্সিতার?
ক্রেজি আইডিয়াজের আসন্ন মেগার জন্য নাকি নায়ক-নায়িকা ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছ। এই সিরিয়ালের হাত ধরে ছোটপর্দায় ফিরছেন খেলনা বাড়ির ইন্দ্রজিৎ অর্থাৎ অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। গত নভেম্বরে শেষ হয়েছিল খেলনা বাড়ি। সিরিয়াল শেষ হওয়ার পরদিনই মিঠিঝোরার রাই হিসাবে দেখা গিয়েছিল আরাত্রিকাকে। তবে লম্বা বিরতি নিয়েছিলেন বিশ্বজিৎ। অবশেষে সেই বিরতি ঘোচবার পালা।
এখন প্রশ্ন হল এই মেগায় জবার পরম অর্থাৎ বিশ্বজিতের নায়িকা কে হবেন? নামটা শুনলে চমকে যেতে পারেন! জানা গেছে, এই সিরিয়ালে বিশ্বজিৎ রোম্যান্স করবেন স্টার জলসার একসময়ের টিআরপি টপার মেগার অন্যতম জনপ্রিয় মুখের সঙ্গে। বিশ্বজিতের নায়িকা হিসাবে ইতিমধ্যেই কনফার্ম করা হয়েছে অনুরাগের ছোঁয়ার সূর্যর স্ত্রীকে! না, না স্বস্তিকা ঘোষ নন সূত্রের খবর এই সিরিয়ালে বিশ্বজিতের নায়িকা হতে চলেছেন অভিনেত্রী ঋতু পাইন। হ্যাঁ, অনুরাগের ছোঁয়ার ইরাকে এবার দেখা যাবে লিড নায়িকা হিসাবে। সেই কারণেই জলসার অনুরাগের ছোঁয়া থেকে সরে দাঁড়িয়েছেন ঋতু। তাঁর বদলি হিসাবে নতুন ইরা হয়েছেন প্রিয়াঙ্কা।
নতুনদের ছোটপর্দায় সুযোগ দিতে বরাবরই জুড়ি মেলা ভার স্বর্ণেন্দুর। নতুন মেগাতেও চেনা অভিনেত্রীকে একদম নতুনভাবে সামনে আনবেন তিনি। মিষ্টি প্রেমের গল্পের ছোঁয়া তো থাকবেই, একইসঙ্গে সামাজিক বার্তাও থাকবে এই সিরিয়ালে। চরিত্রের জন্য ঋতুর লুক সেট ইতিমধ্যেই হয়ে গিয়েছে, তবে এখনও প্রোমো শ্যুট হয়নি। খুব শীঘ্রই জি বাংলার পর্দায় আসবে এই মেগা।
সদ্যই জি বাংলার পর্দায় শুরু হয়েছে কে প্রথম কাছে এসেছি। মোহনা মাইতির এই মেগার জন্য় বড়সড় বদল হয়েছে স্লটে। যোগমায়াকে ঠেলে দেওয়া হয়েছে রাতের স্লটে, ওদিকে যোগমায়ার স্লটে পাঠানো হয়েছে অষ্টমীকে। এবং সন্ধ্যে ৬.৩০টায় গীতার মুখোমুখি মোহনা-সায়ন জুটি।
খবর, নতুন মেগা এলে বন্ধ হতে পারে যোগমায়া। এই সপ্তাহে অল্প ব্যাবধানে স্লট ধরে রাখলেও সৈয়দ আরেফিন-নেহা আমানদীপের মেগা মোটেই দাগ কাটতে পারেনি দর্শক মনে। তাই চ্যানেলের তরফে যে কোনও দিন কড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে।