নতুন চমক জি বাংলার! একদিকে যখন রিয়ালিটি শো থেকে শতহস্ত দূরে স্টার জলসা, তখন প্রতিদ্বন্দ্বী চ্যানেল নিয়ে আসছে একের পর এক নতুন শো। সুদীপার ‘রান্নাঘর’ শেষ হওয়ার পর দীর্ঘদিন চ্যানেলে কোনও রান্নার শো ছিল না, সেই অভাব পূরণ করতে চলেছে চ্যানেল। এবার ছোটপর্দায় টলিপাড়ার হিট দম্পতি গৌরব-ঋদ্ধিমা। আরও পড়ুন-ধুতি-পাঞ্জাবিতে বাবার সঙ্গে টুইনিং একরত্তি ধীরের,গৌরব-ঋদ্ধিমার ছেলের অন্নপ্রাশনে হাজির কারা?
জি বাংলার পর্দায় আসছে ‘রন্ধনে বন্ধন.. ভালোবাসার রান্না’। আর এই কুকিং শো সঞ্চালনার দায়িত্বে থাকবেন গৌরব-ঋদ্ধিমা। ছোটপর্দার বোম্যকেশ-সত্যবতী এবার নতুন ভূমিকায়। গত বছরের শেষেই বাবা-মা হয়েছেন দুজনে। একরত্তি ছেলেকে সামলে অবশেষে কাজে ফিরছেন ঋদ্ধিমা। এই রান্নার শো-তে নিত্যনতুন পদের পাশাপাশি গৌরব-ঋদ্ধিমার রোম্যান্সও ভরপুর থাকবে, তার ইঙ্গিত মিলল ঝলকে।
শো-এর ফরম্যাট এখনও স্পষ্ট নয়। তবে এই শো'তে গৃহবধূদের পাশাপাশি বাড়ির কর্তারাও কি সঙ্গী হবেন? জল্পনা উস্কে দিয়েছে প্রোমো। সেখানে দেখা মিলল নিত্য নতুন রান্নায় ঋদ্ধিমার সঙ্গে গৌরব। কখনও মাছ ভাজার সময় বরের হাতে আলতো ছোঁয়া, কখনও আবার মাছের ঝোল স্বামীর নাকে ছুঁইয়ে ভরপুর রোম্যান্স! শো-এর ট্যাগ লাইন- ‘রন্ধনে বাড়ে ভালোবাসার বন্ধন’।
গৌরব-ঋদ্ধিমার এই শো-র প্রোমো দেখে নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া। অনেকের মতেই জুটির রসায়ন জমজমাট। কেউ আবার মজা করে লিখেছেন, ‘বরকে নিয়ে ঋদ্ধিমা জি বাংলায় আর দেওর জলসায়’ (অর্জুন, অনুরাগের ছোঁয়া)। তবে বেশিরভাগ জনের প্রশ্ন, ‘তাহলে কি ঘরে ঘরে জি বাংলা শেষ হবে?’ এই নিয়ে স্পষ্ট জবাব মেলেনি। তবে ইঙ্গিত তেমনই।
শীঘ্রই শেষ হচ্ছে দাদাগিরির ১০ নম্বর সিজন, তার পরিবর্তে আসছে সারেগামাপা লেজেন্ডস। এই শো মিটলে তবে শুরু হবে সারেগামাপা-র নতুন সিজন, আপতত জোরকদমে চলছে অডিশন পর্ব। দিদি নম্বর ১-এর জায়গা অটুট, ভোট প্রচার সামলেও রচনা তাঁর কর্তব্যে অবিচল। সুতরাং ধারণা করা হচ্ছে ঘরে ঘরে জি বাংলাই বন্ধ করবে চ্যানেল। টিআরপি তালিকায় খুব বেশি নজর কাড়তে পারেনি এই শো, রন্ধনে বন্ধন কি নতুন চমক দেখাবে? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন!
গৌরব-ঋদ্ধিমার ছেলে ধীরের বয়স সবে ৭ মাস। গত বছর ১৬ সেপ্টেম্বর পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন টলি-দম্পতি গৌরব চক্রবর্তী-ঋদ্ধিমা ঘোষ। কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘রং মিলান্তি’র স্ক্রিপ্ট রিডিং সেশনে প্রথম দেখা দুজনের। সালটা ২০১০। আর প্রথম দেখাতেই প্রেম। ২০১৭ সালের ২৮ নভেম্বর বেঁধেছিলেন গাঁটছড়া টিভির ব্যোমকেশ আর সত্যবতীর জুটি। আর ৬ বছরের বিবাহবার্ষিকীর আগেই পরিবারে আসে তাঁদের রাজপুত্র।