দেখতে দেখতে বেজে গেল পুজোর ঘণ্টি। বাঙালির পুজোর দিনগুলো নিয়ে যতটা উৎসাহ থাকে, ঠিক ততটাই উত্তেনা কাজ করে মহালয়া নিয়ে। এই দিনটায় সকাল শুরু হয় রেডিয়োতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুরমর্দিনী শুনে। তারপর টিভি খুলে মহালয়ার প্রভাতী অনুষ্ঠান, দুর্গার হাতে অসুর বধ দেখার পালা। আগে দূরদর্শনেই হয় মহালয়ার অনুষ্ঠান। তবে বর্তমানে বেসরকারি চ্যানেলগুলোও মহিষাসুরমর্দিনী করে থাকেন। এই দিনটায় বেশ কড়া একটা টক্কর চলে জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলার মধ্যে। কার দুর্গা সেরা হল, কার মহালয়ার অনুষ্ঠান বেশি ভালো হল, তা নিয়ে বচসায় জড়ান দর্শকেরাও।
খবর রয়েছে, এবারে জি বাংলার মহালয়ার অনুষ্ঠানের নাম হচ্ছে ‘নবপত্রিকা’। আর এবার জি-এর নায়িকারাই দেবীর নানা রূপ হয়ে ধরা দেবেন পর্দায়। থাকছেন
মহিষাসুরমর্দিনী হিসেবে দেখা মিলবে ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের হিরোইন অঙ্কিতা মল্লিকের। দেবী ব্রহ্মাণী হিসেবে পর্দায় ধরা দেবেন ‘গৌরী এলো’-র মোহনা মাইতি। দেবী কালিকা হচ্ছেন ‘রাঙা বউ’ ধারাবাহিকের শ্রুতি দাস। দেবী উমা হয়ে জি বাংলায় ফিরছেন দিতিপ্রিয়া রায়, যিনি একসময় ‘রাসমণি’ হয়ে মন জয় করেছিলেন দর্শকদের। দেবী কার্তিকী হিসেবে দর্শকরা দেখতে পারবেন ‘নিম ফুলের মধু’-র ‘পর্ণা’ পল্লবী শর্মাকে। দেবী শিবা হবেন শ্বেতা ভট্টাচার্য, যাঁর ধারাবাহিক ‘সোহাগ জল’ শেষ হয়েছে সদ্যই। দেবী রক্তদন্তিকা হচ্ছেন ‘খেলনা বাড়ি’র মিতুল ওরফে আরাত্রিকা। ‘কার কাছে কই মনের কথা’-র শিমুল অর্থাৎ মানালি দে-কে দেখা যাবে দেবী শোকরহিতা হিসেবে। দেবী চামুণ্ডা হয়ে পর্দায় আসবেন ‘মুকুট’-খ্যাত শ্রাবণী। ‘ফুলকি’ ধারাবাহিকের দিব্যাণী মণ্ডল হচ্ছেন দেবী লক্ষ্মী। আরও পড়ুন: ‘আমরা অমর সঙ্গী’, ইনস্টায় নিজের বিশ্বস্ত পার্টনারের সঙ্গে পরিচয় করালেন প্রসেনজিৎ
শিব হচ্ছেন ‘ফুলকি’-র রোহিত অর্থাৎ অভিষেক বসু। যাকে আমরা এর আগে গঙ্গারাম, নেতাজি হিসেবে দেখেছি ছোট পরদায়। আর মহিষাসুর হবেন ডান্স বাংলা ডান্সের অর্ণব।
উলটো দিকে এবার স্টার জলসার দেবী দুর্গা হয়ে আসছেন বাঙালির প্রিয় কোয়েল মল্লিক। রঞ্জিত-কন্যা যতবারই দেবী দুর্গা হয়েছেন, তাঁর নাচ থেকে অভিনয়, বড় বড় চোখের সেই চাহুনি দর্শকের মন জয় করে নিয়েছে। এখন দেখার দেবী দুর্গা হয়ে কোয়েল কতটা টক্কর দিতে পারেন জি বাংলার নায়িকাদের। মহালয়ার অনুষ্ঠানে কোন চ্যানের টিআরপিই বা থাকে বেশি। তবে কালার্স বাংলায় কে দুর্গা হবেন তা এখনও খোলসা করেনি চ্যানেল।