বাংলা নিউজ > বায়োস্কোপ > Mishmee Das: হাসপাতালে ভর্তি ‘রিনি’,চোখের সামনে মৃত্যুমুখ থেকে ফিরে আসা দেখে ভয়ে সিঁটিয়ে আছেন

Mishmee Das: হাসপাতালে ভর্তি ‘রিনি’,চোখের সামনে মৃত্যুমুখ থেকে ফিরে আসা দেখে ভয়ে সিঁটিয়ে আছেন

মিশমি দাস

অভিনেত্রী মিশমি দাস করোনা আক্রান্ত, জীবনের ‘সবচেয়ে ভয়ঙ্কর’ অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী। 

খারাপ খবর অভিনেত্রী মিশমি দাসের ভক্তদের জন্য। ‘এই পথ যদি না শেষ হয়’-এর রিনি এই মুহূর্তে ভর্তি রয়েছেন হাসপাতালে। কী হয়েছে নায়িকার? করোনায় কাবু অভিনেত্রী। ফেসবুক পোস্টে কোভিডের সঙ্গে নিজের লড়াই এবং ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি, যা জেনে আপনি শিউরে উঠবেন। 

মিশমি জানিয়েছেন, তাঁর এই জার্নিটা ‘ট্রমাটিক’। সকলকে সচেতন করে মিশমি লেখেন, ‘আমরা সবাই এই ভাইরাসটাকে বড্ড হালকাভাবে নিচ্ছি যেহেতু আমরা ভ্যাসিনেটেড, তবে এখনও এটা কিন্তু মৃত্যু ডেকে আনতে পারে’। 

মিশমি লেখেন, তাঁর জ্বর নামছিল না। ১০৪ ডিগ্রী জ্বর টানা থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয় দিন কয়েক আগে। কোভিড ওয়ার্ডে থাকাটা বিরাট চ্যালেঞ্জ, মেনে নেন মিশমি। লেখেন, ‘কোভিড ওয়ার্ড অন্য একটা জগত। যখন তুমি ওর ভিতরে থাকো পরিবারকে দেখতে পাবে না, তোমার সঙ্গে তোমার ফোন থাকবে না… যখন আমাকে স্টেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে, এক মহিলা শ্বাসকষ্ট নিয়ে আমার পাশের বেডে ভর্তি হন, এবং আচমকাই তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায়’। 

এত কাছ থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া দেখে স্তব্ধ মিশমি। তাঁর কথায়, ‘আমি গ্রে’জ অ্যানাটমি দারুণ পছন্দ করি। একটা এপিসোডও মিস করিনি। আমার মনে হত চিকিৎসকরা রোগীর প্রাণ বাঁচান, এটা একটা ভীষণ Cool ব্যাপার। তবে ওই রাত আমার দৃষ্টিভঙ্গি বদলে দিল'। 

কোভিড ওয়ার্ডের প্রত্যেক ডাক্তার ও নার্স মিশমির পাশের বেডে থাকা ওই মহিলার প্রাণ বাঁচাতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। ওই মহিলার হৃদস্পন্দন বেশ কিছুক্ষণের স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসরা সফল হন, ওঁনাকে বাঁচাতে। ওই মহিলাকে ‘লড়াকু’ বলে উল্লেখ করে মিশমি ভূয়সী প্রশংসা করে চিকিৎসকদের। সবটা এত কাছ থেকে দেখে ‘চোখ খুলে গেছে’ মিশমির। এটা নিজের জীবনের সবচেয়ে ‘ভয়ঙ্কর অভিজ্ঞতা’ বলে দাবি করেন অভিনেত্রী। 

মিশমি জানান, ওই মহিলা ৭-৮ দিন আগে করোনা আক্রান্ত হয়েছিলেন। তাঁর শরীরে কোনওরকম সমস্যা ছিল না, তবে ওইদিন আচমকা শ্বাসকষ্ট শুরু হয়, এবং হাসপাতালে আনবার পরেই কার্ডিয়াক অ্যারেস্ট। 

মিশমি কেমন আছেন? অভিনেত্রীর কথায়, করোনা আক্রান্ত হওয়ার তিন নম্বর স্বাদ-গন্ধ হারিয়েছেন তিনি। খাবার খেতে প্রচণ্ড কষ্ট পাচ্ছেন তিনি। এক সপ্তাহ পার করলেও এখনও কোনওরকম স্বাদ-গন্ধ নেই তাঁর। মিশমি বলেন, ‘জীবনের ছোট ছোট বিষয়গুলোকে আমরা পাত্তা দিই না। সবটাই টেকন ফর গ্র্যান্টেট নিয়ে নিই। কিন্তু কোনও জিনিস হারালেই তার আসল মর্ম বোঝা যায়’। 

সকলকে করোনা নিয়ে আরও বেশি সতর্ক হওয়ার আর্জি জানিয়েছেন মিশমি। 

বায়োস্কোপ খবর

Latest News

বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.