২০২২ জুড়ে একের পর নতুন মেগা এসেছে জি বাংলার পর্দায়, তেমনই চলতি সিরিয়াল শেষ হয়েছে। নতুন বছরেও সেই ট্রেন্ড বজায় রাখছে চ্যানেল কর্তৃপক্ষ। ডিসেম্বরেই জানা গিয়েছিল নতুন বছরে শেষ হয়ে যাবে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। সিরিয়ালের শেষ সম্প্রচারের তারিখ অবশ্য এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর জানুয়ারির মাঝামাঝি বন্ধ হবে অপরাজিতা আঢ্য-দেবশঙ্কর হালদার অভিনীত এই মেগার সম্প্রচার। ৩০শে ডিসেম্বর শেষ দিনের শ্যুটিং সেরেছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ টিম।
এর মাঝেই জানা গেল আচমকাই বন্ধ হচ্ছে জি বাংলার অপর ধারাবাহিক ‘শিশু ভোলানাথ’। হ্যাঁ, এই মুহূর্তে জি বাংলায় সম্প্রচারিত একমাত্র ডাবিং সিরিয়াল ‘শিশু ভোলানাথ’-এর যাত্রা শেষ হচ্ছে রবিবার। রাত ১১টায় সম্প্রচারিত এই সিরিয়াল টিআরপি-র লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে থেকেছে। হঠাৎ করেই শেষ হল এই ভক্তিমূলক মেগা, যেখানে লিড রোলে অভিনয় করেছেন আন তিওয়ালি (শিশু ভোলানাথ), মৌলি গঙ্গোপাধ্যায় (মহাসতী অনুসূয়া), সিদ্ধার্থ অরোরা (মহাদেব) এবং শিব্যা পাথানিয়া (দেবী পার্বতী)।

শিশু ভোলানাথের গল্পে ইতি
জি টিভির ‘বাল শিবা’ থেকে ডাবিং করে এই ধারাবাহিক সম্প্রচার করা হত। আসলে এক বছরের কম সময়েই ‘বাল শিবা’র যাত্রায় ইতি টানে জি কর্তৃপক্ষ। স্বভাবতই ‘শিশু ভোলানাথ’ও শেষ হচ্ছে সেই কারণেই। আগামিকাল অর্থাৎ সোমবার থেকে ‘শিশু ভোলানাথ’-এর জায়গায় জি বাংলার পর্দায় দেখানো হবে অপর একটি ভক্তিমূলক শো, ‘শ্রীকৃষ্ণ লীলা’। জন্মলগ্ন থেকে শ্রীকৃষ্ণের নানান অজানা কাহিনি উঠে আসবে এই মেগায়।
জি টিভির জনপ্রিয় মেগা ‘পরম অবতার শ্রীকৃষ্ণ’-এবার ডাবিং করে দেখানো হবে ‘শ্রীকৃষ্ণ লীলা’ নামে। জি টিভিতে দীর্ঘ তিন বছর ধরে সম্প্রচারিত হয়েছে এই শো। বাঙালি দর্শক কতখানি আপন করে নেবে এই শো'কে সেটাই এখন দেখবার।