শুরু থেকেই দর্শকের জন্য একের পর এক চমক রাখছে জি বাংলার জনপ্রিয় রিয়ালি শো ‘সা রে গা মা পা’। ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, রক মিউজিক, আধুনিক গান থেকে লোকগীতি সব ধরণের গানই শোনা যাচ্ছে এই শো-এ। শনি–রবিবার দর্শকের জন্য থাকছে মন মাতানো এপিসোড।
এ সবের মধ্যে বাঁকুড়ার মেজিয়া থেকে আসা এক তরুণ মঞ্চে গান গেয়ে বিচারক এবং দর্শকের মন জয় করেছেন। একেবারে সাধারণ পরিবারের ছেলে মেজিয়ার বাসিন্দা দীপ চট্টোপাধ্যায়। বৈষ্ণব পরিবারের ছেলে। ছোটবেলা থেকেই গান শুনে বড় হয়েছেন। তাঁর মা তৃপ্তি চট্টোপাধ্য়ায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী। কিছু ছাত্র ছাত্রীকে গান শিখিয়ে সংসারের হাল ধরেন। পাশাপাশি পদাবলী কীর্তনও গান তৃপ্তি দেবী। বাবার মেজিয়ার বাগানগোড়া মোড়ে একটি অডিয়ো ক্যাসেটের দোকান রয়েছে।
আরও পড়ুন: Darun Song: অনুপমের নায়িকা হলেন সৌরসেনী, দু'জনে ধরা দিলেন ‘দারুণ’ মেজাজে
ছোটবেলায় মায়ের কাছে প্রথম গানের তালিম দীপের। রবীন্দ্রসঙ্গীত শিখতে শিখতে, বাবার ক্যাসেটের দোকানের গান শুনে শুনে গায়ক হওয়ার স্বপ্ন দেখতেন এই প্রতিযোগী। বাউল গানের প্রতি বেশি আকর্ষণ তাঁর। পেশা আর নেশা দুই হলো গান। লকডাউনে ক্যাসেটের দোকান বন্ধ, অভাসের সংসারে ঢোক কেনার জন্য টাকা জোগাড় করতে হিমশিম খেয়েছেন এই প্রতিযোগী।
পরিবারের অভাব-অনটন, জীবনসংগ্রামে জড়িয়ে নিষ্প্রভ হয়ে ওঠে দীপের আলো। তবে ‘সা রে গা মা পা’ মঞ্চে যেন নতুন আলোর দিশা মিলেছে তাঁর। গ্র্যান্ড প্রিমিয়ারে ‘নিতাই চাঁদের দরবারে’ গানটি গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। তার গান শুনে তিন বিচারক রিচা শর্মা, শান্তনু মৈত্র ও শ্রীকান্ত আচার্য ভীষণ প্রশংসা করেছেন। তবে সঙ্গীত মঞ্চের মহাগুরু পণ্ডিত অজয় চক্রবর্তী বলেছেন, দীপের গলায় মাটির গন্ধ আছে।