বাংলা নিউজ > বায়োস্কোপ > Tollywood Wedding: টলিপাড়ায় ফের বিয়ের সানাই, চুপিসাড়ে সাত পাক ঘুরলেন সারেগামাপা খ্যাত গায়ক

Tollywood Wedding: টলিপাড়ায় ফের বিয়ের সানাই, চুপিসাড়ে সাত পাক ঘুরলেন সারেগামাপা খ্যাত গায়ক

সাত পাক বাঁধা পড়বেন দেবরূপ-দেবমিতা

Debrup Raha-Debomita Dey: জি বাংলা সারেগামাপা খ্যাত গায়ক দেবরূপ এবার বসলেন বিয়ের পিঁড়িতে। পাত্রীও টলিপাড়ার চেনা মুখ। 

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানির বিয়ে নিয়ে চর্চার শেষ নেই! রাজস্থানের সেই রাজকীয় বিয়ের ঝলক উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এর মাধেই চুপিচুপি সাত পাকে বাঁধা পড়লেন জি সারেগামাপা খ্যাত গায়ক দেবরূপ রাহা। ২০২০-২১ সালে অর্থাৎ সদ্য সমাপ্ত সিজনের আগেরবার সারেগামাপা-র মঞ্চে দেখা মিলেছিল দেবরূপের। দীর্ঘদিনের প্রেমিকা দেবমিতা দে-র সঙ্গে গাঁটছড়া বাঁধলেন গায়ক। শিলিগুড়ির ছেলে দেবরূপ ইন্ডিয়ান আইডল ১২-র বিচারকদেরও নজর কেড়েছিলেন। যদিও সেরা ১৫-য় জাগয়া হয়নি।

<p>সাত পাকে বাঁধা…(ছবি-ইনস্টাগ্রাম)</p>

সাত পাকে বাঁধা…(ছবি-ইনস্টাগ্রাম)

কাকে বিয়ে করলেন দেবরূপ?

দেবরূপের পাত্রীও টলিপাড়ার গানের জগতের পরিচিত নাম। দেবমিতা দে-র সঙ্গে চারহাত হল তাঁর। দেবমিতা ও তাঁর বোন সুস্মিতা জুটি বেঁধে গান করেন। তাঁদের ব্যান্ডের নাম InDiSiz। জুটির বিয়েতে হাজির ছিলেন টলিপাড়ার বেশকিছু পরিচিত মুখের। অভিনেত্রী অলিভিয়া সরকারের ঘনিষ্ঠ বান্ধবী দেবমিতা। ছোটবেলার বন্ধুর বিয়েতে উপস্থিত হয়েছিলেন তিনিও। দেবরূপ-দেবমিতার মালা বদলের ভিডিয়ো ইনস্টাগ্রামে তুলে ধরেছেন অলিভিয়া, সেখানে রীতিমতো বরের কলার ধরে মালা পরাতে দেখা গিয়েছে দেবমিতাকে। এই ভিডিয়ো শেয়ার করে অলিভিয়া লেখেন, ‘মেয়েটা একটুও বড় হয়নি, শুধু বউ সেজেছে এই যা… এইরকমই আজব থাকিস, অনেক শুভেচ্ছা’। 

আরও পড়ুন-'যাক! জুলু কাকু পরকীয়া ছাড়া কিছু আনছে', সামনে এল কমলা ও শ্রীমান পৃথ্বীরাজের ঝলক

বৈদিক মতে বিয়ের পর্ব সেরেছেন দুজনে। কন্যাদান হয়নি, বৈদিক মন্ত্রোচ্চারণ আর গানে গানে সাত পাক ঘুরেছেন দেবরূপ-দেবমিতা। দুই পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই শুভকাজটা সেরে ফেলেন দুজনে। বিয়ের দিন বাঙালি নয়, একটু গুজরাতি ছোঁয়া পাওয়া গেল কনের সাজে। লাল পাড় সাদা লেহেঙ্গা পরেছিলেন কনে, বরের পরনে ছিল সাদা পাঞ্জাবি, চোস্তা আর কনের সঙ্গে ম্যাচিং লাল ওড়না।

তৃণ-নীলেরও ঘনিষ্ঠ বান্ধবী দেবরূপ-দেবমিতা। যদিও বিয়ের আসরে নজরে আসেননি তাঁরা। টলিপাড়ার এই মিউজিক্যাল জুটিকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।

রও পড়ুন- 'প্রাক্তন প্রেমিকার…. বিয়ে হয়ে গেল!' সিড-কিয়ারার বিয়ে,সোশ্যালে হাসির খোরাক সলমন

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন