Saregamapa 2023 Grand Finale : পদ্মপলাশ, আলবার্ট, বুলেট সহ গ্রান্ড ফিনালেতে মোট ৬ জন, চলুন জানি তাঁদের পরিচয়…
Updated: 04 Feb 2023, 03:57 PM ISTইতিমধ্যেই জি বাংলা সারেগামাপা ২০২৩-এর গ্র্যান্ড ফিনালের শ্যুটিং হয়ে গিয়েছে। তারই কিছু মুহূর্ত উঠে এসেছে আমাদের ক্যামেরায়। তবে বিজেতার নাম কোনওভাবেই ফাঁস করতে নারাজ কর্তৃপক্ষ। তাই কে হবে এবার জি বাংলার সারেগামাপা, তা জানতে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।
পরবর্তী ফটো গ্যালারি