'জমানো চুল দিয়ে বাসন কেনা যায়। তোমার মা তোমাকে শেখাননি?' পুত্রবধূ পর্ণা জমানো চুল ফেলে দেওয়ায় তাঁর উপর বেজায় চটেছেন তাঁর শাশুড়ি মা। পর্ণার শাশুড়ি ঠিক করেছিলেন জমানো চুল দিয়ে গামলা, বালতি কিনবেন, বউমা সেই চুল ফেলে দেওয়াতে বেজায় চটে যান তিনি। Zee বাংলার 'নিম ফুলের মধু' ধারাবাহিকের নতুন প্রমোয় উঠে এসেছে এমনই দৃশ্য।
এখানেই শেষ নয়, প্রমোতে দেখা যাচ্ছে, বউমা পর্ণা শাশুড়িকে গামলা, বালতি কিনে এনে দেওয়ার কথা বললেও তিনি খুশি নন, তাঁর সেই চুল-ই চাই। আর এতেই কিন্তু তারপর?
তবে Zee বাংলার এই ধারাবাহিক 'নিম ফুলের মধু'- এই প্রমোতে হাসি-ঠাট্টায় মজেছে নেটপাড়া। না হেসে থাকতে পারছেন না নেটনাগরিকরা। কেউ লিখেছেন, ‘শিরোনাম - " চুল নিয়ে চুলোচুলি’, কারোর কথায়, 'Logic তোমার মৃত্যুতে আমরা গভীর ভাবে শোকাহত যেখানেই থাকো বাংলা সিরিয়াল এ থেকো না'। কারোর দাবি, ‘মাসীমার দুটো গামলা ও একটি বালতির জন্য রাখা চুলের ফেরতের দাবি জানাই।’ কেউ ব্যঙ্গ করে বলেছেন, 'যেমন শাশুড়ি তেমন বৌমা'। কারোর কথায়, ‘মানে এই দত্ত বাড়ি কোন যুগে পড়ে আছে?’ কেউ আবার বলছেন ‘এক্কেবারে মোক্ষম জবাব…’।
প্রসঙ্গত, উত্তর কলকাতার বনেদি বাড়ির প্রেক্ষাপটে উঠে এসেছে 'নিম ফুলের মধু' ধারাবাহিকটি। যেখানে দেখানো হচ্ছে মধ্যবিত্ত পরিবারের গোঁড়ামি। বউমা চাকরি করা তাঁর শাশুড়ির একেবারেই 'না পসন্দ'। চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। তবে শাশুড়ি-বউমার এই ঝগড়ায় বাড়ির অনেকেরই সমর্থন পেয়েছেন পর্ণা। এদিকে ঘরে-বাইরের এই লড়াইয়ে স্বামী সৃজনকে পাশে পেতে চান পর্ণা। সৃজনও স্ত্রী স্বপ্ন পূরণে পাশে থাকতে চান, তবে বাধা হয়ে দাঁড়ায় তাঁর মায়ের অতিরিক্ত অধিকার বোধ। এই টানাপড়েনেই এগিয়ে চলেছে গল্প।