বাংলা নিউজ > বায়োস্কোপ > Tomar Khola Hawa Promo Shoot: 'আসছি একটা ম্যাজিক নিয়ে!' দীর্ঘ বিরতির পর কোন ম্যাজিক নিয়ে আসছেন স্বস্তিকা

Tomar Khola Hawa Promo Shoot: 'আসছি একটা ম্যাজিক নিয়ে!' দীর্ঘ বিরতির পর কোন ম্যাজিক নিয়ে আসছেন স্বস্তিকা

দীর্ঘ বিরতির পর কোন ম্যাজিক নিয়ে আসছেন স্বস্তিকা

Tomar Khola Hawa Promo Shoot: জি বাংলা প্রকাশ্যে আনল নতুন ধারাবাহিক ‘তোমার খোলা হাওয়া’র প্রোমো শ্যুটের নেপথ্যের গল্প। কী জানালেন দুই মুখ্য অভিনেতা? দেখুন!

জি বাংলায় আসতে চলেছে নতুন ধারাবাহিক তোমার খোলা হাওয়া। আর এই ধারাবাহিকের হাত ধরেই আরও একবার ছোট পর্দায় ফিরে এলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। ধারাবাহিক শুরুর আগেই সেট থেকে দর্শকদের জন্য কী বার্তা দিলেন তিনি?

আগামী ১২ ডিসেম্বর থেকে জি বাংলার পর্দায় আসছে খোলা হাওয়া। রোজ রাত নয়টায় এই ধারাবাহিকটি দেখা যাবে। এক প্রানবন্ত, উচ্ছ্বল মেয়ের সঙ্গে নিয়মানুবর্তী, গম্ভীর এক মানুষের জীবন যখন এক সুতোয় বাঁধা পড়ে কোন রসায়ন তৈরি হয় সেটাই দেখা যাবে এই ধারাবাহিকে।

স্বস্তিকার সঙ্গে এই ধারাবাহিকে দেখা যাবে শুভঙ্কর সাহাকে। হিন্দি ধারাবাহিক গুড্ডনের ছায়া দেখা গিয়েছে এই ধারাবাহিকে। আর সেই নতুন ধারাবাহিক বাংলার ঘরে ঘরে জায়গা করে নেওয়ার আগে প্রোমো শ্যুটের কিছু মুহূর্ত দর্শকদের সঙ্গে ভাগ করে নিলেন ঝিলমিল স্বস্তিকা।

প্রোমো ভিডিয়োর দৃশ্য
প্রোমো ভিডিয়োর দৃশ্য

স্বস্তিকার কথায়, তিনি দারুন উচ্ছ্বসিত সেই চরিত্রে অভিনয় করার জন্য। তিনি বলেন, 'এখানে খুব সুন্দর করে সেট তৈরি করা হয়েছে, আমাকেও এই চরিত্রের জন্য সুন্দর করে সাজানো হয়েছে। আমি দারুন এক্সসাইটেড এই চরিত্রটির জন্য, কারণ এতদিন পর আমি ছোটপর্দায় ফেরত আসছি। আসছি একটা ম্যাজিক নিয়ে।' তিনি আরও বলেন, 'আমি যেমন এই চরিত্রটা তেমনই। ভীষণ বাবলি। আমি এমন কোনও চরিত্রের জন্যই অপেক্ষা করছিলাম। আশা করি আপনাদের এই চরিত্রটি ভালো লাগবে।' এরপর দেখা যায় তাঁরা প্রোমো ভিডিয়ো শ্যুট করতে ব্যস্ত হয়ে পড়ছেন।

শুভঙ্করও এই ধারাবাহিকে কাজ করার বিষয় নিয়ে নিজের মতামত জানান, তাঁর কথায়, 'প্রোমো তো আপনারা দেখে ফেলেছেন। আমরা শ্যুটিংয়ের মধ্যেই আছি। আগেও আপনাদের থেকে অনেক ভালোবাসা পেয়েছি। আশা করছি এবারও পাব।' একই সঙ্গে তিনি বলেন, 'আমার কাছে এই চরিত্রে অভিনয় করাটা বেশ কঠিন কারণ আমি এর আগে কখনও এমন চরিত্রে অভিনয় করিনি।'

স্বস্তিকা-শুভঙ্কর
স্বস্তিকা-শুভঙ্কর

শুধু দুই মুখ্য চরিত্র নন, এই ধারাবাহিকের অন্যান্য সদস্যদেরও এই প্রোমো শ্যুটে দেখা যায়। আর প্রোমো থেকে এটুকু বোঝা গেছে শুভঙ্কর এবং স্বস্তিকার চরিত্রের বয়সের মধ্যে বেশ ফারাক আছে। একজন ইতিমধ্যেই শ্বশুর হয়ে গিয়েছেন, আরেকজন নেহাতই ছোট। এঁদের দুজনের জুটি কতটা জমে, গল্পই বা কোন দিকে মোড় নেয় সেটা আগামী সোমবার থেকেই জি বাংলার পর্দায় দেখা যাবে। তার আগে এই ধারাবাহিকের পুরো প্রোমো শ্যুটের নেপথ্যের গল্প দেখুন ফেসবুকে

বন্ধ করুন