বাংলা নিউজ > বায়োস্কোপ > Malabodol Time Slot: ‘জি কাকুর মাথা খারাপ’! ঘোষণা হল মালা বদলের সম্প্রচারের সময়, কার বড় ক্ষতি হল

Malabodol Time Slot: ‘জি কাকুর মাথা খারাপ’! ঘোষণা হল মালা বদলের সম্প্রচারের সময়, কার বড় ক্ষতি হল

কোন সময়ে সম্প্রচার হবে মালা বদল?

ঘোষণা হল জি বাংলার সিরিয়াল মালা বদলের টাইম স্লট। আর তা সামনে আসতেই চমক দর্শকদের জন্য। এ কোন নতুন টুইস্ট আনল চ্যানেল।

জি বাংলা একসঙ্গে অনেকগুলো নতুন ধারাবাহিকের ঝুলি নিয়ে তৈরি। আর তাতেই যেন সবটা ঘেঁটে ঘ। কিছুতেই সময় মেলাতে পারছে না দর্শক। এই তো কদিন আগেই রাত সাড়ে ৯টার স্লট থেকে সরিয়ে, রাত ১০টায় পাঠানো হয়েছিল মিঠিঝোরা-কে। আর তারপর একগুচ্ছ নতুন ধারাবাহিক আসার চক্করে, এটিকে এগিয়ে দেওয়া হয় ৯.৪৫ পর্যন্ত সময়।

অনেকেই ভেবে রেখেছিল, নতুন প্রোমো আসা মালা বদল পাবে সাড়ে নটার স্লট। যা আসলে বর্তমানে ফাঁকা। স্টার জলসার দু বছর পুরনো মেগা অনুরাগের ছোঁয়ার সঙ্গেই টক্কর হবে তাই মালা বদলের। কিন্তু সময় ও তারিখ ঘোষণা হতে দেখা গেল, মোটেও তেমনটা হয়নি। বরং, মালা বদলের সম্প্রচার হতে রাত ১০.১৫ থেকে। ৮ জুলাই থেকে শুরু হবে এই ধারাবাহিকের সম্প্রচার।

আরও পড়ুন: খেলা শেষে বাবা ডিউটি বিরাটের, ফ্লাইং কিস নয় অনুষ্কার, জিভ দেখালেন অকায় না ভামিকাকে?

একথা জানতে পেরেই দর্শদের মাথায় হাত। সোশ্যাল মিডিয়ায় একজন কমেন্ট করেছেন, ‘জি কাকুকে ডাক্তার দেখানো দরকার। কেননা স্লট লিডার মিঠিঝোরা ধারাবাহিককে তার স্লট থেকে সরিয়ে দিয়ে ঠিক করেনি। দরকার হলে মালাবদল ধারাবাহিককে রাত ৯.৩০-এ সম্প্রচার করলে ভালো হয় এবং মিঠিঝোরা ধারাবাহিক রাত ১০.১৫ থেকে থেকে সম্প্রচার করলে ভালো হয়।’ আরেকজন লিখলেন, ‘কীসব উলটো পালটা সময়। তার মানে নতুন সিরিয়াল এলে মিঠঝোরাকে আবার সাড়ে ৯টা, নতুন সিরিয়াল ১০টা আর মালা বদল সাড়ে ১০টায় রাখবে।’

আরও পড়ুন: স্বামীর এত বড় জয়েও চুপ নাতাশা, তাহলে মাঠে কাকে ভিডিয়ো কল করেছিলেন হার্দিক?

প্রসঙ্গত, আপাতত রাত ৯টা থেকে ৯টা ৪৫ অবধি দেখানো হচ্ছে ডায়মন্ড দিদি। ভাইরাল নন্দিনীদির জীবনের সঙ্গে মিল থাকায় শুরু থেকেই এই মেগার চর্চা তুঙ্গে।

আরও পড়ুন: ‘তাই হয়তো ডিভোর্সটাও…’, ৪৫ এসেও অবিবাহিত ‘পটকা’ অম্বরীশ, কেন এমন সিদ্ধান্ত?

মালাবদল ধারাবাহিকের পরিচালনা করছেন পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। সিরিয়ালে 'ঘটক দিদি' দিতি ওরফে দিতিপ্রিয়ার চরিত্রে রয়েছেন ঋতু পাইন। ঘটকালি করে চার হাত এক করাই তাঁর পেশা। অন্য দিকে, ডিভোর্স লইয়ার কাব্য, সেই চরিত্রে রয়েছেন খেলনাবাড়ির বিশ্বজিৎ ঘোষ। এদের দুজনের সম্পর্ক কেমন হবে, সেটাই চমক দর্শকদের কাছে। তাদের দুজনের কি মালাবদল হবে আদৌ? আর হলেও সেটা ডিভোর্স পর্যন্ত গড়াবে না তো! দর্শকদের জন্য থাকছে বেশ ভালোই চমক। আপাতত ৮ জুলাই তারিখ থেকে শুরু হয়ে, রাত ১০টা ১৫ থেকে ১১টা অবধি সম্প্রচার হবে এই মেগা। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

‘হিন্দুরা একজোট না হলে ক'দিন পর দুর্গার জায়গায় মুখ্যমন্ত্রীর পুজো করতে বলবে TMC’ ষষ্ঠীর সকাল সকাল ঝলমলে রোদ, আজ বজ্রপাত সহ বৃষ্টির সতর্কতা বাংলার ৯ জেলায় বাংলাদেশের বিরুদ্ধে মস্তানি করে বেশি উড়ো না, হার্দিককে সতর্ক করলেন প্রাক্তনী বাড়ির পুজোর উদ্বোধন করলেন মিমি, বাবা-মা-পোষ্যদের সঙ্গে মাতলেন পঞ্চমীর আনন্দে পারিবারিক অশান্তি কি আজ দাম্পত্যে ঝামেলা তৈরি করবে? দেখুন আজকের প্রেম রাশিফল হঠাৎ ক্ষেপে গেলেন কেন করিনা? কার উদ্দেশ্যে বললেন, 'আমাকে কেউ খোঁচালে...' কলকাতা লিগ জেতাতে ইস্টবেঙ্গলকে গায়ের জোরে ৩ পয়েন্ট দিল IFA! অভিযোগ কুণালের চলতি বছরই ফের গাঁটছড়া বেঁধেছেন, এর মধ্যে সুখবর দিলেন কাঞ্চন! কী জানালেন? হরিয়ানায় লজ্জার হার কৃষক নেতা গুরনামের, জুটল মোটে ১১৭০ ভোট, পাশে নেই ১% লোকও ষষ্ঠীতে T20I-এর লড়াই সূর্যকুমার ও হরমনপ্রীতদের, ভারতের ২টি ম্যাচ দেখবেন কীভাবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.