বাংলা নিউজ > বায়োস্কোপ > Zee Bangla Sonar Sansar Award 2023: জোর টক্কর মিঠাই আর জগদ্ধাত্রীর, সোনার সংসারের সম্ভাব্য় বিজয়ী তালিকায় চোখ রাখুন

Zee Bangla Sonar Sansar Award 2023: জোর টক্কর মিঠাই আর জগদ্ধাত্রীর, সোনার সংসারের সম্ভাব্য় বিজয়ী তালিকায় চোখ রাখুন

এগিয়ে জগদ্ধাত্রী

পুরস্কারের সংখ্যায় এগিয়ে ‘জগদ্ধাত্রী’, সেরা নায়িকার পুরস্কার যৌথ ভাবে জিতলো মিঠাই আর জগদ্ধাত্রী, নায়ক হিসাবে স্বয়ম্ভূকে দশ গোল সিদ্ধার্থের। 

বৃহস্পতিবার রাতে বসেছিল জি বাংলা সোনার সংসারের ঝাঁ চকচকে আসর। মঙ্গল ও বুধবার সমস্ত পারফরম্যান্সের শ্যুটিং হয়েছে। আর বৃহস্পতিবার ছিল মেইন ইভেন্ট। বছরভর নিজের প্রিয় ধারাবাহিক হাঁ করে গেলে ভক্তরা, তাই এই অ্য়াওয়ার্ড নিয়েও হা-পিত্যেশ করে বসে থাকে লম্বা সময় ধরে। কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে সেই নিয়ে ফ্যানেদের মধ্যেও কম বাকযুদ্ধ চলে না। সোনার সংসারের অফিসিয়্যাল বিজয়ী তালিকা এখনও প্রকাশ্যে আসেনি। এরজন্য় অপেক্ষা আগামী মাসের। টিভির পর্দাতেই সেই রহস্য উন্মোচন হবে। কিন্তু এই পুরস্কারের বিজয়ীদের সম্ভাব্য তালিকার ইতিমধ্যেই সামনে এসেছে। সেই আলোচনা, সমালোচনা কম হচ্ছে না। 

প্রিয় জুটি হিসাবে সিদ্ধার্থ-মিঠাইকে পিছনে ফেলে পুরস্কৃত হয়েছে ‘জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ’, যা মোটেই বরদাস্ত করতে পারছে না মিঠাই ফ্যানেরা। অন্য়দিকে মোদক পরিবারকে পিছনে ফেলে সেরা পরিবারের পুরস্কার জিতেছে দত্ত পরিবার, তা নিয়েও গোঁসা মিঠাই ভক্তদের। 

এক নজরে দেখে নিন জি বাংলা সোনার সংসারের সম্ভাব্য বিজয়ী তালিকা- 

প্রিয় বাবা ও বাবা- ইন্দ্রজিৎ ও মিতুল (খেলনা বাড়ি)

শ্বশুর ও শাশুড়ি- তরুণজ্যোতি (রাঙা বউ)

                             ঝিলমিল (তোমার খোলা হাওয়া) ও শুক্লা আমাদের এই পথ যদি না শেষ হয়

প্রিয় মেয়ে- পর্ণা (নিম ফুলের মধু)

প্রিয় ছেলে- সৃজন (নিম ফুলের মধু) ও ইন্দ্রজিৎ (খেলনা বাড়ি)

প্রিয় দেওর/ভাশুর- সোম (মিঠাই)

প্রিয় জা- রঞ্জা (পিলু)

প্রিয় ননদ- কৌশিকী (জগদ্ধাত্রী)

প্রিয় পার্শ্বচরিত্র (পুরুষ)- রসময়(গৌরী এলো), সাধু দা(জগদ্ধাত্রী)

প্রিয় পার্শ্বচরিত্র (মহিলা)- হংসিনী(লক্ষ্মী কাকিমা সুপারস্টার), কৌশিকী (জগদ্ধাত্রী)

প্রিয় বর ও বউ-  ইশান ও মিতুল

প্রিয় বউমা- গৌরী

প্রিয় জামাই- অর্ক (খেলনা) দেবু (জগদ্ধাত্রী)

প্রিয় সদস্য- সিদ্ধেশ্বর মোদক (দাদাই, মিঠাই), হেমনলিনী দত্ত (ঠাম্মি, নিম ফুলের মধু), দিগন্ত (ছোট দাদু, এই পথ যদি না শেষ হয়), খেলনা বাড়ির দাদু এবং জগদ্ধাত্রীর ঠাম্মা

বিশেষ সম্মান- অপরাজিতা, দেবশঙ্কর হালদার, শুভশ্রী, অঙ্কুশ, রচনা, বিশ্বনাথ বসু, আবির চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, সুদীপা চট্টোপাধ্যায়

সেরা খলনায়ক- উৎসব (জগদ্ধাত্রী), শৈল মা (গৌরী এলো) 

জি ফাইভ সবচেয়ে পপ্যুলার ফেস- মিঠাই (সৌমিতৃষা কুণ্ডু)

জুরি স্পেশ্যাল অ্যাওয়ার্ড- শ্বেতা ভট্টাচার্য  (সোহাগ জল)

প্রিয় জুটি- জগদ্ধাত্রী ও স্বয়ম্ভূ (জগদ্ধাত্রী)

প্রিয় ধারাবাহিক- জগদ্ধাত্রী

সেরা পরিবার- দত্ত পরিবার (নিম ফুলের মধু)

সেরা সংসার- মোদক পরিবার (মিঠাই)

সেরা নায়ক- সিদ্ধার্থ (মিঠাই)

সেরা নায়িকা- মিঠাই ও জগদ্ধাত্রী

সেরা খলনায়ক হিসাবে ‘খেলনা বাড়ি’ রনো পুরস্কার না জেতায় হতাশ ভক্তরা। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় গেল গেল রব উঠেছে। পুরস্কার যে তাঁর হাতছাড়া হয়েছে সেই খবরে শিলমোহর দিয়েছেন স্বয়ং অভিনেতা, অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়ে নেন সায়ন্তন। সূত্রের খবর, আগামী ৯ই এপ্রিল জি বাংলার পর্দায় সম্প্রচারিত হবে ‘সোনার সংসার অ্য়াওয়ার্ড’। আপতত অপেক্ষা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণার। 

 

 

 

বন্ধ করুন