জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক। আর সেই ধারাবাহিকের নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং বিজয়েতা পন্ডিতের আইকনিক ছবি অমর সঙ্গীর নামেই। এমনকি যখন এই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আনা হয় তখন সেখানে কিশোর কুমারের গাওয়া সেই আইকনিক গানটিই শোনা গিয়েছিল। এবার প্রকাশ্যে এই নতুন মেগার টাইটেল ট্র্যাক।
আরও পড়ুন: 'মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা হচ্ছে...' আরজি করের তরুণী চিকিৎসকের জন্য মোমবাতি মিছিল, প্রতিবাদে সরব কিঞ্জল
অমর সঙ্গী ধারাবাহিকের টাইটেল ট্র্যাক
জি বাংলা চ্যানেলের তরফে এদিন অমর সঙ্গী ধারাবাহিকের টাইটেল ট্র্যাক প্রকাশ্যে আনা হল। আর এই গানটি আসল গানটির থেকে একেবারেই আলাদা। কথায় বলুন বা সুরে কোথাও কোনও মিল নেই। সিনেমার গানটির কথা লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, আর সুর দিয়েছিলেন বাপ্পি লাহিড়ি। অথচ এই ধারাবাহিকের হয়ে গানটির কথা লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এবং সুর দিয়েছেন ইশান মিত্র। গানটি আদ্যোপান্ত এই ধারাবাহিকের জন্যই বানানো হয়েছে। আর ভিডিয়োতে নায়ক নায়িকাকে দেখা গিয়েছে। ঝলক মিলেছে তাঁদের প্রেমের গল্পেরও।
আরও পড়ুন: কেবল ভাত - মাংস বা সিগারেট নয়, এই পদ পাতে পেলেই সবথেকে খুশি হতেন বুদ্ধদেব! কী বলুন তো?
আরও পড়ুন: 'নিরাপত্তা কোথায়? সহ্য শক্তি তলানিতে ঠেকেছে...' আরজি করের চিকিৎসকের মৃত্যুতে ক্ষোভ উগরালেন সিধু - কমলেশ্বর
আরও পড়ুন: বিতর্ক ঘনাতেই লোকসভার আগে ছেড়েছিলেন পদ, ফের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন দেব
অমর সঙ্গী ধারাবাহিক প্রসঙ্গে
এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাবে নীল ভট্টাচার্য এবং শ্যামৌপ্তি মুদলিকে। তাঁরা দুজনেই এর আগে স্টার জলসার ধারাবাহিকে কাজ করেছেন। এবার পালা জি বাংলার। তবে এই মেগা কিন্তু সন্ধ্যার কোনও স্লটে আসছে না। বরং দুপুর বেলায় দেখা যাবে। আগামী ১২ অগস্ট অর্থাৎ সোমবার থেকে এই মেগা রোজ দুপুর আড়াইটে নাগাদ দেখা যাবে। এখানে নীলের চরিত্রের নাম রাজ। সে ভাড়ার গাড়ি নিয়ে, জামা কাপড় পরে প্রেমিকার মন জয় করে। অথচ সত্যটা জানায় না যে সে ভাড়ার বাড়িতে থাকে। তাঁর কাছে গাড়ি নেই। অন্যদিকে শ্রী অর্থাৎ শ্যামৌপ্তি এসবই জেনে যায় রাজ বলার আগেই। তারপর কী হবে তাঁদের সম্পর্কের পরিণতি সেটা নিয়েই এই সিরিয়ালের গল্প।