মহালয়ার ভোর মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুরমর্দিনী শুনে পছন্দের চ্যানেলে মহালয়ার অনুষ্ঠান দেখতে বসা। আগে টেলিভিশনে মহালয়া মানে ছিল দূরদর্শনের অনুষ্ঠান, কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে বদলেছে সবকিছু। এখন তো ওটিটি প্ল্যাটফর্মের জন্যও পৃথকভাবে মহালয়ার অনুষ্ঠান তৈরি হচ্ছে। আরও পড়ুন-গলি ক্রিকেটে বরকে হারানোর চ্যালেঞ্জ অনুষ্কার! বউয়ের বানানো নিয়মের গেরোয় নাস্তানাবুদ বিরাট
চ্যানেলে চ্যানেলে রেষারেষি তুঙ্গে। এই বছরও তার কমতি ছিল না। জি বাংলায় মহিষাসুরমর্দিনী রূপে শুভশ্রী, তাঁকে টেক্কা দিতে তৈরি স্টার জলসার দেবী দুর্গা কোয়েল মল্লিক। এই বছর জি বাংলার মহালয়ার অনুষ্ঠান ‘নবরূপে দেবী দুর্গা’। শুভশ্রীর পাশাপাশি দেবীর নানান রূপে ধরা দিয়েছেন জি বাংলার নায়িকারা। শিবের ভূমিকায় দেখা মিলেছে ফুলকির নায়ক অভিষেকের।
এই অনুষ্ঠানের একটি অংশের ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেবী চন্দ্রঘন্টা (পার্বতীর এক রূপ) দাঁড়িয়ে রয়েছেন বিয়ের মণ্ডপে। যে ভূমিকায় অভিনয় করেছেন মোহনা মাইতি। অন্যদিকে চন্দ্রেশখর (মহাদেবের আরেক রূপ) রূপী অভিষেক। সেই বিয়েতে ভাঙচি দিতে হাজির অসুরকূল। কিন্তু যে ভঙ্গিতে নাচতে নাচতে ক্যামেরার প্রবেশ করল অসুরবাহিনী তা দেখে হাসি চেপে রাখা মুশকিল।
এক নেটিজেন সেই দৃশ্য শেয়ার করে লেখেন, ‘মহালয়া না বরযাত্রী ব্যান্ড নাচ ধরতে পারবে না’। এই ভিডিয়োর কমেন্ট বক্সেও হাসির রোল। একজন লেখেন, ‘কার্টুনগুলো ভালোই হয়’। আরেকজন লেখেন, ‘এটা মহালয়া?’
আরও পড়ুন-মহালয়া-ভোরে মহিষাসুরমর্দিনীর কোন সংস্করণ শোনাবে আকাশবাণী? FB পোস্ট ঘিরে ধন্দ
আসলে মহালয়া মানেই বাঙালির কাছে এক আলাদা আবেগ। সেই আবেগে ঘা লাগলেই প্রতিক্রিয়া বেরিয়ে আসাটাই স্বাভাবিক। মহালয়ার অনুষ্ঠান নিয়ে ট্রোলিং অবশ্য নতুন নয়। শুভশ্রীকে দুর্গারূপে দেখে অনেকেই মোটা বলে কটাক্ষ করেছেন। কেউ আবার নতুন মুখকে মহিষাসুরমর্দিনী রূপে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন। গত বছর ব়্যাপ গানের তালে নাচতে দেখা গিয়েছিল স্টার জলসার মহাদেব রণজয় বিষ্ণুকে। এই বছর চর্চায় থাকল জি বাংলার অসুরদের নাচ। মহালয়ার অনুষ্ঠানে এই ধরণের নাচ রীতিমতো নিন্দিত, সেই নিয়েই চলছে হাসিঠাট্টা।