পুজোর আগে জি বাংলার তরফে বড় ধামাকা! চতুর্থীর সন্ধ্য়ায় নিজেদের আসন্ন মেগা সিরিয়ালের প্রথম প্রোমো সামনে আনল চ্যানেল কর্তৃপক্ষ। জল্পনায় সিলমোহর দিয়ে এই সিরিয়ালের লিড রোলে দেখা যাবে উদয় প্রতাপ সিং-কে। এতদিন নিম ফুলের মধু-র চয়ন কিংবা মিঠাইয়ের রাতুল হিসাবে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন উদয়। তাঁর বিপরীতে নায়িকা চরিত্রে নবাগতা ঈশানি। আরও পড়ুন-‘আমি নাকি BJP করি…’, অরিত্রর বাড়িতে হামলা! বললেন- ‘পরের উত্তরটা আমি অভিষেক-মমতার থেকে নেব’
দীর্ঘদিন ধরেই অনুরাগীরা তাঁকে মুখ্য চরিত্রে দেখতে চাইছিল, অবশেষে সেই আশা পূরণ হতে চলেছে। পরিণীতার প্রথম ঝলক সামনে আসতেই অবশ্য দ্বিধাবিভক্ত নেটপাড়া। কারণ টেলিপাড়ায় জোর চর্চা পরিণীতার আগমনে জি বাংলা নিজেদের প্রোডাকশনের অপর সিরিয়াল নিম ফুলের মধু বন্ধ করবে। তবে সেই নিয়ে আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও হয়নি। তাই পর্ণা-সৃজন ভক্তরা রীতিমতো ক্ষুব্ধ এই প্রোমো দেখে।
সিরিয়ালের নাম পরিণীতা হলেও শরৎচন্দ্রের পরিণীতার সঙ্গে এই মেগার কোনও মিল নেই। প্রোমোর শুরুতে দেখা গেল কলকাতার এক বিরাট বড় ইউনিভার্সিটি ক্যাম্পাস। সেখানে হুডখোলা গাড়িতে এন্ট্রি নেয় শিরিন (সুরভী মল্লিক)। কলেজের পপ্যুলার গার্ল সে। তাঁকে ঘিরে থাকে ছেলেরা। ওদিকে শিরিনের চোখ আটকে রায়ানে (উদয় প্রতাপ সিং)।
স্পোর্টস বাইকে এন্ট্রি হিরোর। গ্রাম থেকে আসা সহজ-সরল সালোয়ার কামিজ পরা পারুলকে দেখে খিল্লি করে শিরিন-রায়ানরা। কিন্তু প্রথমদিনই সেই চ্যালেঞ্জ লুফে নেয় পারুল। এরপরের দৃশ্যেই গল্প এগিয়ে যায় কয়েক বছর। খাবার টেবিলে রায়ানের পছন্দের খাবার পরিবেশন করে পারুল। এখন সে তাঁর পরিণীতা। অথচ এই বিয়ে যে তাঁর ইচ্ছের বিরুদ্ধে তা বুঝিয়ে দেয় রায়ান। জানিয়ে দেয়- ‘তোমার-আমার মধ্যেকার ঝামেলা জীবনেও থামবে না…হেট ইউ’। পারুলকে আশ্বস্ত করে তাঁর শ্বশুর-শাশুড়িরা। বোঝানো হয়, ‘হেট আর লাভ একটা মুদ্রার এপিঠ আর ওপিঠ। একদিন হেট করতে করতেই রায়ান তোকে লাভ করে বসবে’।
নেটপাড়ায় অবশ্য শুরুতেই ক্ষোভের মুখে পড়তে হচ্ছে পারুল-রায়ানকে। নেপথ্যে পর্ণা-সৃজন ভক্তরা। একজন লেখেন, ‘জঘন্য অতীব জঘন্য। এমন সিরিয়াল, তাও যদি সেটা বাদ দিই এই নায়ক নায়িকা নেওয়ার কথা মাথাতে এলো কি করে! যদি এটার জন্য নিম ফুলের শেষ হয় তাহলে দায়িত্ব নিয়ে ফ্লপ করাবো।’ আরেকজন লেখেন, ‘ভাবলাম উদয় নায়ক হয়ে আসছে পুরো জমে যাবে কিন্তু নাটকের স্ক্রিপ্ট এত বাজে লাগলো দেখার ইচ্ছেটাই চলে গেলো’।
সত্যি কি নিম ফুলের মধুকে রিপ্লেস করবে এই মেগা নাকি টিআরপি চার্টে পর্ণা-সৃজনদের ভালো ফল দেখে আরও কয়েকমাস আয়ু বাড়বে নিম ফুলের? সেই ছবিটা স্পষ্ট হবে পুজোর পর। তবে শোনা যাচ্ছে, টিআরপি নয় গল্প ফুরিয়ে যাওয়ার জন্যই নিম ফুলের মধুু শেষ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল।