একটা সময় একটানা বেঙ্গল টপার থেকেছে জগদ্ধাত্রী। শাশুড়ি-বৌমার লড়াই আর পরকীয়ার বেড়াজাল পেরিয়ে ভিন্ন স্বাদ এনে দিয়েছে দর্শককে। হালে প্রতিদ্বন্দ্বী কথার কাছে হার স্বীকার করেছে জগদ্ধাত্রী। চলতি সপ্তাহেও টিআরপি তালিকায় সেরা ৫-এ ঠাঁই হয়নি ব্লুজের এই মেগার। তবুও বৃহস্পতিবারেই জগদ্ধাত্রীর সেটে সেলিব্রেশনের আমেজ।
হাত ধরে কেক কাটলেন জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ! কী জন্য় এত আয়োজন? দেখতে দেখতে সাফল্যের সঙ্গে দু-বছর ছুঁয়ে ফেলল জগদ্ধাত্রী। আজকাল যেখানে দু-মাসও টিকতে পারে না মেগা সিরিয়াল, সেখানে জগদ্ধাত্রী নিঃসন্দেহে ব্যক্তিগত। অনুরাগের ছোঁয়ার পর, বর্তমানে সবচেয়ে পুরোনো চলতি সিরিয়াল ব্লুজের এই মেগা।
২০২২ সালের ২৯শে অগস্ট সম্প্রচার শুরু হয়েছিল জগদ্ধাত্রীর। একদিকে যেমন লক্ষ্মীমন্ত বউ জগদ্ধাত্রী, তেমনই দুঁদে ক্রাইম ব্রাঞ্চ অফিসার সে। কর্মক্ষেত্র অবশ্য তাঁকে সকলে চেনে জ্যাস স্যানাল নামে। আর দুই ভূমিকাতেই সফল অঙ্কিতা মল্লিক।
এদিন কেক কাটার ভিডিয়ো শেয়ার করে দর্শকদের ধন্যবাদ জানান অঙ্কিতা। লেখেন, ‘শুধু কৃতজ্ঞতা….এটা দুর্দান্ত একটা জার্নি। আজ আমরা ২ বছর পূরণ করলাম একসঙ্গে, পর্দায় ৭৩০ এপিসোড ধরে আমি জগদ্ধাত্রীর চরিত্রে অভিনয় করছি। এটা একটা দুর্দান্ত অনুভূতি। এইভাবেই ভালোবাসতে থাকুন। আরও ভালোবাসুন। অনেক ধন্যবাদ দাদা (স্নেহাশিস চক্রবর্তী) এবং ব্লুজ প্রোডাকশন’।
অঙ্কিতার পাশাপাশি তাঁর হিরো সৌম্যদীপও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুললেন না। অভিনেতা প্রযোজক স্নেহাশিস চক্রবর্তী এবং অঙ্কিতার সঙ্গে একটি সেলফি শেয়ার করে লেখন, ‘বাংলা মেগা বিনোদন জগতে জগদ্ধাত্রী কার না প্রিয়! দর্শকদের শুভেচ্ছায় আর উৎসাহে আজ সেই জনপ্রিয় ধারাবাহিকের দু বছর অতিক্রান্ত! আর, যাঁর ছত্রছায়ায় -লেখনীতে- চালনায় জগদ্ধাত্রী এই জনপ্রিয়তায় তিনি আমাদের স্যার (স্নেহাশীষ চক্রবর্ত্তী)!’
প্রথম দিন থেকেই এই সিরিয়ালের অন্যতম ইউএসপি জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর কেমিস্ট্রি। অঙ্কিতা-সৌম্যদীপের প্রেমের গুঞ্জনও কম কানে আসেনি। যদিও প্রতিবারই সেই গুঞ্জনকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন দুজনে। তবে প্রেম থাকুক ছাই না থাকুক, অঙ্কিতা-সৌম্যদীপের বন্ধুত্ব কিন্তু জমজমাট। অনেকসময়ই দেখা যায়, সিরিয়ালের লিড তারকাদের বনিবনা হয় না। সেই মামলায় একদম ব্যতিক্রম দুজনে।
৫.৮ রেটিং নিয়ে চলতি সপ্তাহে টিআরপি তালিকায় সাত নম্বরে রয়েছে জগদ্ধাত্রী। ফের কি প্রথম পাঁচে কামব্যাক করতে পারবে জ্যাস স্যানাল? সেই উত্তরের অপেক্ষা।