সারেগামাপা বাংলা গানের জগতে খুব জনপ্রিয় একটি রিয়েলিটি শো। সেখানকার প্রতিযোগীদের নিয়েও খুব মাতামাতি দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। চলতি সিজনের জনপ্রিয় দুই তারকার মধ্যে রয়েছেন আরাত্রিকা সিনহা ও দেয়াসিনী রায়। তাঁদের একসঙ্গে নানা ভিডিয়ো মাঝেমাধ্যেই চোখে পড়ে। তবে এবার দুজনে একসঙ্গে সুর ধরলেন। আর সিজনের সেরা ২ গায়িকার এই অফস্টেজ যুগলবন্দী নিমেষে জিতে নিল নেটিজেনদের মন।
ভিডিয়োটি পোস্ট করে দেয়াসিনী লিখলেন, ‘অবশেষে আমরা একটা করলাম বেবি’! সেখানে আরাত্রিকাকে বলতে শোনা গেল, কিছুদিন আগে তিনি ও দেয়াসিনীদি একটা ভিডিয়ো পোস্ট করেছিলেন, যেনানে সরগম-এর সুরে 1-2-3-4-5-6-7-8 বলেছিলেন। আর সেই ভিডিয়ো ভাইরাল হলে, তাঁদের কাছে অনুরোধ এসেছিল, যাতে তাঁরা সারেগামাপাধানিসাসা- নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন। আর এবার সেটাই করলেন আরাত্রিকা ও দেয়াসিনী।
দেখুন সেই ভিডিয়ো ও পুরনো ভিডিয়োটি-
১৩ ঘণ্টার মধ্যে ৫০০টিরও বেশি লাইক পেয়েছে ভিডিয়োখানা। মন্তব্য করেছেন এবারের অন্যতম প্রতিযোগী স্বস্তিকা মজুমদারও। তিনি লেখেন, ‘সাব্বাশ’। সঙ্গে একটা রেড হার্ট ইমোটিকন। নেটিজেনরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন সুরের এই দুই জাদুকরী কন্যাকে।
আরও পড়ুন: চাপ দিয়ে নিজের সিনেমা অস্কারে পাঠান আমির খান? অমল পালেকরের কথায উসকে গেল বিতর্ক
এই প্রথম কোনো রিয়েলিটি শো-তে অংশ নিলেন ক্লাস এইটে পড়া আরাত্রিকা সিনহা। বাঁকুড়ার মেয়ে তিনি। যদিও সংগীতের পরিবেশেই তাঁর বেড়ে ওঠা। দাদুর স্বপ্ন পূরণে এসেছেন সারেগামাপা-তে। বামেদের নানা সভায় গণসংগীত গেয়েছেন ছোট থেকে। এখনও যতবার সারেগামাপা-র মঞ্চে তিনি গণসংগীত পেশ করেছেন, রক্ত গরম হয়েছে শ্রোতাদের।
আরও পড়ুন: ১০০০ কোটি দিয়েছেন শাহরুখ, তাঁকে বাদ দিয়ে অ্যাটলির পরের ছবির নায়ক সলমন খান
দেয়াসিনী শুধু আরাত্রিকার থেকে বয়সে বড় নন, অভিজ্ঞতাতেও। তিনি ছিলেন সুপার সিঙ্গার সিজন ৩-এ। এমনকী, বাঘা বাঘা শিল্পীদের হারিয়ে ফাইনাল অবধি পৌঁছন। তবে হ্যাঁ ট্রফি জেতা হয়নি। হামেশাই তিনি সারেগামাপা-র ব্যাকস্টেজের ফোটো আর ভিডিয়ো পোস্ট করে থাকেন। যেখান থেকে স্পষ্ট হয়, টক্কর শুধুই স্টেজে। বাদবাকি সময় একসঙ্গে থাকা, রিহার্সল মিলিয়ে একে-অপরের প্রাণের সখা হয়ে উঠেছে সকলে। মজা, রেওয়াজ সবটাই চলে একসঙ্গে। অসুবিধায় সাহায্যের হাতও বাড়িয়ে দেন তাঁরা। এটাই তো যে কোনো প্রতিযোগিতার আসল স্পিরিট!