বাংলা নিউজ > বায়োস্কোপ > Emergency: শিখ ভোট হারাতে চায় না বিজেপি, তাই পিছোচ্ছে ইমারজেন্সির মুক্তি! বম্বে হাইকোর্টে দাবি Zee-র

Emergency: শিখ ভোট হারাতে চায় না বিজেপি, তাই পিছোচ্ছে ইমারজেন্সির মুক্তি! বম্বে হাইকোর্টে দাবি Zee-র

শিখ ভোট হারাতে চায় না বিজেপি, তাই পিছোচ্ছে ইমারজেন্সির মুক্তি!

Emergency: জট যেন আর কাটছেই না ইমারজেন্সি ছবির। একটার পর একটা সমস্যায় জর্জরিত হয়ে বারবার পিছিয়ে যাচ্ছে কঙ্গনা রানাওয়াত পরিচালিত, প্রযোজিত এবং অভিনীত ছবি ইমারজেন্সি। এবার বম্বে হাইকোর্টকে কী জানাল এই ছবির সহ প্রযোজক জি?

জট যেন আর কাটছেই না ইমারজেন্সি ছবির। একটার পর একটা সমস্যায় জর্জরিত হয়ে বারবার পিছিয়ে যাচ্ছে কঙ্গনা রানাওয়াত পরিচালিত, প্রযোজিত এবং অভিনীত ছবি ইমারজেন্সি। এবার বম্বে হাইকোর্টকে কী জানাল এই ছবির সহ প্রযোজক জি?

আরও পড়ুন: 'কথা দিয়েছিল, কিন্তু...' আদেশের মৃত্যুর পরই পাল্টে গেছেন 'বন্ধু' শাহরুখ! কিংয়ের নামে বিস্ফোরক অভিযোগ বিজয়েতার

আরও পড়ুন: কথা - গীতার হাড্ডাহাড্ডি লড়াইয়ে TRP তালিকায় টপার হল কে? সেরা ৫ -এই বা জায়গা পেল কারা?

বম্বে হাইকোর্টকে ইমারজেন্সি নিয়ে কোন তথ্য পেশ করা হল?

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর জি এন্টারটেইনমেন্ট বম্বে হাইকোর্টকে ইমারজেন্সি ছবি প্রসঙ্গে জানিয়েছে, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন ইচ্ছে করেই এই ছবিকে ছাড়পত্র দিচ্ছে না। তাঁদের আরও দাবি কেন্দ্রের শাসক দল বিজেপি সন্দিহান যে এই ছবি মুক্তি পেলে তাঁরা তাঁদের শিখ ভোটগুলো হারাতে পারেন।

আরও পড়ুন: 'নির্লজ্জ সুবিধাবাদী', উৎসবে 'না',এদিকে RG Kar -র আবেগকে কাজে লাগিয়ে প্রচার! টেক্কার নির্মাতাদের তুলোধোনা ভূমির সুরজিতের

জির তরফে এই কেস লড়ছেন যে অ্যাডভোকেট সেই ভেঙ্কেটশ ধোন্ড জানিয়েছেন এই ছবিটিকে অ্যান্টি শিখ ছবি হিসেবে দেখছেন অনেকেই। হরিয়ানা, পঞ্জাবে শিখ নাগরিকদের সংখ্যা চোখে পড়ার মতো। এদিন এই ব্যক্তি কঙ্গনা রানাওয়াতের নাম না করে বলেন যে এই ছবির অন্যতম সহ প্রযোজক একজন বিজেপির সাংসদ। তাই তাঁরা চান না কোনও বিজেপি সদস্যের কারণে দেশের কোনও নির্দিষ্ট একটি জাতি বিরক্ত হোক বা তাঁদের অভিমানে ঘা লাগুক।

জির এই বক্তব্য শুনে CBFC এর তরফে সাফাই দেওয়া হলে বেঞ্চ স্পট জানিয়ে দেয় কোনও ছবির ক্রিয়েটিভ স্বাধীনতা খর্ব করা যাবে না। একই সঙ্গে দর্শকরা এত বোকা নয় যে তাঁরা ছবিতে যা দেখবেন সেটাকেই সত্যি বলে ধরে দেবেন।

আরও পড়ুন: 'খুব চোখে লাগছে…' আরজি করের আবেগকে কাজে লাগিয়ে টেক্কার প্রচার?কুণালের নিশানায় স্বস্তিকা - সৃজিত

আরও পড়ুন: 'একবার খেলে না...' KBC -র মঞ্চে মাছের ঝোলের প্রশংসা প্রতিযোগীর, জবাবে কী বললেন বাংলার জামাই অমিতাভ?

ইমারজেন্সি ছবি প্রসঙ্গে

কঙ্গনা রানাওয়াতকে এই ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে। এখানে মূলত ইন্দিরা গান্ধীর জীবনী এবং ভারতের জরুরি অবস্থার কথাকে টুকে ধরা হবে। ছবিটির পরিচালনা অভিনেত্রী নিজেই করেছেন। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় অনুপম খের, প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক, প্রমুখকে দেখা যাবে।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.