বাংলা নিউজ > বায়োস্কোপ > সামনে এল নতুন ‘মিঠাই’ দেবোত্তমা সাহা, তাহলে কি ধারাবাহিক থেকে সরে গেলেন সৌমিতৃষা

সামনে এল নতুন ‘মিঠাই’ দেবোত্তমা সাহা, তাহলে কি ধারাবাহিক থেকে সরে গেলেন সৌমিতৃষা

নাম ঘোষণা হল নতুন ‘মিঠাই’-এর।

সে কি! সৌমিতৃষার ভক্তরা এই খবর জানেন?

নতুন ‘মিঠাই’-এর ছবি চমকে দিয়েছে দর্শকদের। হিন্দি টেলিভিশনের খ্যাতনামা নাম দেবত্তমা সাহা হতে চলেছেন নতুন মিঠাই। আর তা দেখেই দর্শক মনে প্রশ্ন এবার কী হবে সৌমিতৃষার! তবে কি ধারাবাহিক থেকে বিদায় নিচ্ছেন তিনি। 

ভয় পাওয়ার কিছু নেই। খুব শীঘ্রই হিন্দিতে শুরু হতে চলেছে ‘মিঠাই’। বাংলার জনপ্রিয় এই ধারাবাহিক এবার রিমেক হবে হিন্দিতে। আর সেখানেই মুখ্য চরিত্রে দেখা মিলবে দেবতমা সাহা আর আশীষ ভরদ্বাজের। ইতিমধ্যেই জি টিভির তরফে নতুন প্রোমো সামনে আনা হয়েছে। এমনিতে বাংলার দর্শকদের নয়নের মণি মিঠাই রানি আর তাঁর উচ্ছেবাবু। এখন সেই মজা নেবেন হিন্দি দর্শকরাও।

বাংলা ধারাবহিকের ইতিহাসে নতুন মাইল স্টোন তৈরি করেছিল ‘মিঠাই’। একটানা ৪০ সপ্তাহের বেশি টিআরপি তালিকায় শীর্ষে ছিল এই ধারাবাহিক। গত কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সামান্য পতন হয়েছে। এখন মোদক পরিবার রয়েছে দ্বিতীয় স্থানে।

এর আগে 'মিঠাই'-র তামিল রিমেক 'নিনাইথালে ইলিক্কুম'-এর কথা ঘোষণা করেছিল জি তামিল। সেখানে সিদ্ধার্থ ওরফে আদৃত রায় চরিত্রে অভিনয় করছেন আনন্দ সেলভম। আর মিঠাই চরিত্রে কন্নড় অভিনেত্রী সাথী শর্মা। চরিত্রটির নাম ‘মিঠাই’-এর বদলে করা হয়েছে ‘বোম্মি’।

তবে হিন্দিতে রিমেক হলেও ধারাবাহিকের নাম ‘মিঠাই’-ই রাখা হয়েছে। এমনকী মিঠাই আর সিডের নামও পরিবর্তন করা হয়নি। বাংলার মতো হিন্দিতেও কি সেরার জায়গা নিতে পারবে এই নতুন ধারাবাহিক, এখন সেটাই দেখার!

বন্ধ করুন