বাংলা নিউজ > বায়োস্কোপ > Zeenat Aman's Web Series: ব্রা নিয়ে ট্যাবু ভাঙতে আসছেন জিনাত আমান, আসছে নতুন সিরিজ, শোস্টপার

Zeenat Aman's Web Series: ব্রা নিয়ে ট্যাবু ভাঙতে আসছেন জিনাত আমান, আসছে নতুন সিরিজ, শোস্টপার

ব্রা নিয়ে ট্যাবু ভাঙতে আসছেন জিনাত আমান

Zeenat Aman's Web Series: অন্যান্য একাধিক বর্ষীয়ান অভিনেতার মতো এবার জিনাত আমানও ওয়েব দুনিয়ায় পা রাখতে চলেছেন। তিনি শোস্টপার সিরিজের মাধ্যমে ডেবিউ সারবেন।

ভারতের অন্যতম সাহসী, বোল্ড, সুন্দরী এবং অবশ্যই প্রতিভাবান অভিনেত্রীদের একজন হলেন জিনাত আমান। তিনি তাঁর রূপ এবং গুনে বারবার মুগ্ধ করেছেন সকলকে। এই প্রাক্তন মিস ইন্ডিয়া তথা মিস এশিয়া প্যাসিফিক মাত্র ১৯ বছর বয়সে গ্ল্যামার দুনিয়ায় পা রাখেন। ১৯৭০ থেকে ৮০ এর মধ্যে বহু ছবিতে কাজ করেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তবে ১৯৮০ সালের পর থেকে তিনি কাজ করার পরিমাণ কমাতে থাকেন। তবে এই সময়ের পর যখন তিনি আবার কাজে ফেরেন তখন তাঁকে আর কখনই মুখ্য চরিত্রে দেখা যায়নি। আগামীতেও তাঁকে একাধিক প্রজেক্টে দেখা যেতে চলেছে, তবে অন্যরকম ভাবে।

মারগাঁও: দ্য ক্লোজড কেস ছবিতে তাঁকে ফের মুখ্য চরিত্রে দেখা যাবে। তবে কেবল এই ছবি নিন এবার বড়পর্দার পাশাপাশি তিনি ওয়েব দুনিয়াতেও পা রাখতে চলেছেন। মণীশ হরিশঙ্করের নতুন সিরিজ শোস্টপারের মাধ্যমে তিনি তাঁর ওটিটি ডেবিউ সারবেন। এই সিরিজে ব্রা ফিটিং নিয়ে দেখানো হবে। সমাজে যে ট্যাবু আছে ব্রা দেখতে পাওয়া নিয়ে, বা যা খুশি একটা ব্রা পরে নেওয়া নিয়ে সেটা তিনি এখানে ভাঙতে চলেছেন। ফলে নতুন করে যে তিনি পর্দায় সাহসী চরিত্রে অবতীর্ণ হতে চলেছেন সেটা বলাই যায়।

সম্প্রতি জিনাত আমানকে শোস্টপারের সেটে দেখা গিয়েছে সেখানে তাঁর ছবিও তোলা হয়। এখানে তাঁর সঙ্গে শ্বেতা তিওয়ারি, রোহিত রায়, তানাজ ইরানি, জারিনা ওয়াহাব, প্রমুখকে দেখা যাবে। এই শোয়ের মাধ্যমে উঠে আসবে একটি অত্যন্ত সংবেদনশীল বিষয়, ব্রা এবং সেই সংক্রান্ত ট্যাবু। অনেকেই যা খুশি একটা ব্রা পরে নেন, বোঝেন না এতে তাঁদের শারীরিক কী ক্ষতি হচ্ছে। কেন সঠিক ব্রা পরা উচিত এসব তথ্য উঠে আসবে এই শোয়ের মাধ্যমে।

এই শোয়ের বিষয়ে পরিচালক পিঙ্কভিলাকে জানান, তিনি তাঁর এই শোয়ের জন্য এমন কাউকে খুঁজছিলেন যিনি একদা মডেল ছিলেন কিন্তু এখন প্রবীণা। এরপর যখন তিনি জিনাত আমানের ইতিহাস শোনেন তখন তিনি বোঝেন এই চরিত্রের জন্য তাঁর থেকে ভালো অপশন আর কেউ হতেই পারেন না। অভিনেত্রীর কাছে এই প্রস্তাব গেলে তিনি তাতে একবারে সহমতি জানান।

বন্ধ করুন