জিনাত আমান একটা সময় যেমন বলিউড দাপিয়ে বেড়িয়েছেন এখন ঠিক একই ভাবে তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের জাদু দেখাচ্ছেন। কখনও ফ্যাশন বা ফটোশুটের ছবি ভাগ করে নেন, কখনও নিজের কেরিয়ারের বিষয়ে কথা বলেন। কখনও আবার সিনেমা জগতের নানা অজানা বা তুলনামূলক আলোচনা উঠে আসে তাঁর পোস্টে। এদিনও তার অন্যথা হল না। এদিন তাঁর পোস্টে উঠে এল বাংলা সিনে জগতের কথাও।
জিনাতের নতুন পোস্ট
সোমবার, ২৯ জানুয়ারি ইনস্টাগ্রামে জিনাত আমান দুটো ছবি পোস্ট করেন। সেখানে প্রথম ছবিটি হল গত বছর মুম্বইয়ের রিগাল সিনেমায় তাঁর ছবি ডনের প্রদর্শনের সময় তোলা। আরেকটি ছবি হল পুরনো দিনের। সেখানে প্রথম সারিতে বসে আছে। অভিনেত্রী। তাঁর পাশের সিটটি খালি, নাম লেখা সুচিত্রা সেন। তাঁর পাশের সিটে বসা উত্তম কুমার। এই সাদা কালো ছবিটি পোস্ট করে অভিনেত্রী একটি লম্বা পোস্ট লেখেন।
আরও পড়ুন: রজনীকান্তের ছবিতে মৃত ব্যক্তিদের কণ্ঠের গান! কোন মন্ত্রে অসম্ভবকে সম্ভব করলেন রহমান?
আরও পড়ুন: ধর্মেন্দ্রর বাহুডোরে ইরানিয়ান নৃত্যশিল্পী, ভাইরাল বর্ষীয়ান অভিনেতার পুরনো ছবি
এদিন জিনাত লেখেন, 'সিনেমার ম্যাজিক! পঞ্চগনিতে রবিবার সিনেমা দেখার দিন ছিল আমার বোর্ডিং স্কুলে। বহুপ্রতিক্ষিত একটি সপ্তাহের শেষের ট্রিট এটি।' তিনি এদিন স্মৃতি হাতড়ে লেখেন, 'এই দুটো ছবি প্রায় ৪০ বছরের ফারাকে তোলা যেখানে আমি দর্শকের জায়গায় বসে। একটা ৭০ এর দশকে কলকাতার কোনও হলে তোলা যেখানে আমায় সাবধানী দেখাচ্ছে। আরেকটি গত বছর রিগাল সিনেমায় তোলা যেখানে আমি উচ্ছ্বসিত। তাই আপনিও যদি সিনেমার কোনও ম্যাজিক চাক্ষুষ করে থাকেন জানাবেন। আপনার দেখা সেরা ছবি কোনটা বলবেন।'
তবে কলকাতার বুকে অনুষ্ঠিত হওয়া যে অনুষ্ঠানের ছবি তিনি এদিন পোস্ট করেছেন সেই বিষয়ে তিনি কোনও তথ্য দেননি।
আরও পড়ুন: শাহিদের ছবির সঙ্গে হুবহু মিল জিতের 'বুমেরাং'-এর! গুঞ্জন নিয়ে পরিচালকের বার্তা, 'কে কী বলছে তাতে...'
কে কী বলছেন?
অনেকেই এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি সেখানে লেখেন, 'দেখে মনে হচ্ছে এটা কোনও অ্যাওয়ার্ড শো। BFJA বা এরম কিছুর। উত্তম কুমার, হৃতিকেশ মুখোপাধ্যায়, প্রমুখকে দেখা যাচ্ছে। এটা কোনও সিনেমার প্রদর্শনের অনুষ্ঠান নয়, বরং অ্যাওয়ার্ড শো।' তার উত্তরে অভিনেত্রী লেখেন, 'সেটা হতেই পারে। কিন্তু আবেগটা একই রকম আছে।'
আরও পড়ুন: বিয়ের পরই বউয়ের পদসেবায় ব্যস্ত সৌরভ! বরের কাণ্ড দেখে কী বলছেন দর্শনা?
আরেক ব্যক্তি লেখেন, 'আমি খালি আপনার ক্যাপশন পড়ার জন্যই ফলো করি।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'উত্তম কুমারের পাশে বসা, সুচিত্রার সেনের সিট ফাঁকা কী দারুন একটা মুহূর্ত।'