২০১১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জিন্দেগি মিলেগি না দোবারা’ দর্শকদের বেঁচে থাকার এক অন্যরকম শিক্ষা দিয়েছিল। ভবিষ্যৎ নয়, বরং বর্তমানে বেঁচে থাকাকেই জীবন বলে। সিনেমার তিন মুখ্য তারকা হৃতিক রোশন, ফারহান আখতার এবং অভয় দেওল সমস্ত ভয় অতিক্রম করে বাঁচার আনন্দে গা ভাসিয়েছিলেন।
গত বছর থেকে বেশ কয়েকবার ‘জিন্দেগি মিলেগি না দোবারা’ সিনেমার সিক্যুয়েল নিয়ে কথা উঠলেও তা বাস্তবায়িত হওয়ার কোনও ইঙ্গিত দেখা যায়নি। তবে সিনেমার বদলে এবার যা সামনে এল, তাতে কিছুটা হলেও খুশি হলেন দর্শকরা। ওই দুধের স্বাদ ঘোলে মিটল বলা চলে।
আরও পড়ুন: 'একটা বি গ্রেড অভিনেত্রী', কংগ্রেস নেতার রোষের মুখে মাধুরী! কিন্তু কেন?
আরও পড়ুন: সারাভাই পরিবারে ভাঙন? রত্না পাঠকের ‘করওয়া চৌথ’ বিতর্কে মুখ খুললেন রাজেশ কুমার
সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপনের ভিডিয়ো সামনে এসেছে, যেটি অবিকল সাজানো হয়েছে ‘জিন্দেগি মিলেগি না দোবারা’ সিনেমার আদলে। বিজ্ঞাপনের শুরুতেই দেখা যাচ্ছে ফারহান ভীষণভাবে ভয় পাচ্ছেন রাইডে চাপতে, কিন্তু হৃতিক তাঁকে পালাতে দেন না। জোর করে চেপে ধরে ফারহানকে নিয়ে টার্বো রাইড করেন তাঁরা।
তবে শুধু টার্বো রাইড নয়, জিরো গ্র্যাভিটি চ্যালেঞ্জ নেওয়ার পর রেসিং চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে দেখা যায় ৩ তারকাকে। একেবারে সিনেমার আদলের দেখা যায় ভয়কে জয় করতে। সবশেষে বিজ্ঞাপনটি শেষ হয় ‘জিন্দেগি কো ইয়াস বলো’, এই ট্যাগলাইন দিয়ে। বিজ্ঞাপনটি আসলে ইয়াস আইল্যান্ডকে ঘিরে তৈরি করা হয়েছে যেখানে আপনি গেলে পেয়ে যাবেন একের পর এক রোমাঞ্চকর রাইডে চাপার অভিজ্ঞতা।
বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই লক্ষাধিক দর্শক দেখে ফেলেছেন সেটি। বিজ্ঞাপনের আদলে সিনেমার স্বাদ পেয়ে বেজায় খুশি তাঁরা। এক দর্শক কমেন্ট করে লিখেছেন, ‘দারুন লাগলো। এরকম বিজ্ঞাপন আরও তৈরি হোক।’ অন্য একজন লিখেছেন, ‘পুরো মিনি ZMND লাগছে।’ তৃতীয় একজন লিখেছেন, ‘এটি নিখুঁত বিজ্ঞাপন দেখলাম।’
আরও পড়ুন: শাহিদ-করিনার মান-অভিমান মিটতেই তুঙ্গে 'জব উই মেট ২'-র চর্চা! কবে আসছে সিক্যুয়েল?
আরও পড়ুন: ফের বড় পর্দায় জুটি বেঁধে ফিরছেন আলিয়া-রণবীর, ‘ব্রহ্মাস্ত্র ২’ নিয়ে কী বললেন পর্দার ‘শিবা’?
দিন দুয়েক আগে আরও একটি বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল যেখানে আমির খান এবং রণবীর কাপুরকে একে অপরের সঙ্গে লড়াই করতে দেখা যায়। বিজ্ঞাপনটি ছিল ড্রিম ইলেভেনের বিজ্ঞাপন, যেখানে ভারতীয় ক্রিকেট দলের একাধিক ক্রিকেটারকেও অংশগ্রহণ করতে দেখা যায়। এমন সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেখলে কার না মন ভালো হয়ে যায়!