বক্স অফিসে পুজোর সময় মুখোমুখি হয়েছিল দেব অভিনীত এবং প্রযোজিত ছবি টেক্কা এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনীত এবং পরিচালিত বহুরূপী। সেই সময় টেক্কাকে ছাপিয়ে যায় বহুরূপী। কিন্তু এখন দেবের খাদান সেই রেকর্ড ভাঙার দোরগোড়ায় দাঁড়িয়ে। পুজোর সময় থেকে নানা সময় উক্ত দুই ছবির নির্মাতা, অভিনেতাদের অনুরাগীদের একে অন্যকে নাম না করে আক্রমণ শানাতে দেখা গিয়েছে মূলত আয়, ছবি অর্গানিক হিট কিনা সেসব নিয়ে। এবার সোজাসুজি শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম করে এক দেব অনুরাগী কটূক্তি ভাষায় আক্রমণ করে। আর তারপরই প্রতিবাদে সরব হন পরিচালকের স্ত্রী তথা চিত্রনাট্যকার জিনিয়া সেন।
কী ঘটেছে?
এদিন জিনিয়া সেন একটি স্ক্রিনশট পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে টলিউডের বেতাজ বাদশা নামক একটি প্রোফাইল থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম করে তাঁকে গালিগালাজ করা হয়। হুমকি দেওয়া হয় যাতে দেবের সঙ্গে কম্পিটিশন না করা হয়। এমনকি এও বলা হয়, ' দেব ফ্যানের ক্ষমতা কী জানিস না। ওয়ার্নিং দিচ্ছি শুধরে যা নইলে দেবের ফ্যানরা শুধরে দেব।'
এই পোস্ট শেয়ার করে জিনিয়া লেখেন, ' ফ্যান ক্লাবের নোংরামো, থ্রেট দেওয়া তো সোশ্যাল মিডিয়া জীবনের অঙ্গ হয়ে গেছে। সমানে ট্রোল করা, রিলিজের দিন থেকে লাগাতার কুমন্তিব্য, কাউন্টার ভোটিং আমাদের ছবিকে ভালো ফল করা থেকে আটকাতে পারেনি, আগামীতেও পারবে না সে যতই পেইড আইটি সেল এবং রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করা হয়। পুষ্পা যেমন বলেছে হাম ঝুঁকেগা নেহি।'
অনেকেই সেই ফ্যান পেজের বিরোধিতা করেছেন। এক ব্যক্তি লেখেন, 'বানানের বহর দেখেই সব বোঝা যাচ্ছে।' দ্বিতীয় জন লেখেন, 'এঁরা নিজেরাই নিজেদের অভিনেতাদের ছোট করছে।'

টেক্কা এবং বহুরূপী প্রসঙ্গে
টেক্কা ছবিটির পরিচালনা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। মুখ্য ভূমিকায় ছিলেন দেব, স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, সৃজা দত্ত, দেবদান আরিয়ান ভৌমিক, প্রমুখ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন টোটা রায়চৌধুরী, পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রমুখ। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল ছবিটি।
আরও পড়ুন: বিনোদিনীর লুকেই খাদানের সাকসেস পার্টিতে দেবের পাশে রুক্মিণী! সৃজিত, স্বস্তিকা সহ এলেন কারা?
গত ৮ অক্টোবর মুক্তি পেয়েছে বহুরূপী। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায়, প্রমুখ। বাস্তবের এক ব্যাঙ্ক ডাকাতের গল্পকে তুলে ধরা হয়েছে ছবিতে। সঙ্গে দারুণ ভাবে তুলে ধরা হয়েছে বহুরূপীদের কথাও।