বিয়ে বাড়ি মানেই কিন্তু কবজি ডুবিয়ে খাওয়া। লোকলজ্জার কথা না ভেবে, বিয়ে বাড়ির খাবারের মন ভরে আস্বাদ নেওয়ার মজাই আলাদা। সেই পথেই হাঁটল এমএস ধোনি-র কন্যা জিভা ধোনি। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এসে তাঁর খাবার খাওয়ার ভিডিয়ো আপাতত সোশ্যাল মিডিয়ায় াইরাল।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে আগত অন্য অতিথিদের সঙ্গে যখন গল্পগুজবে মশগুল ধোনি ও সাক্ষী, তখন সেসবের ধারই ধারল না জিভা। তার পুরো মনটাই তখন হাতে থাকা মিষ্টিতে। আনন্দের সঙ্গে সেই স্বাদ নিতে দেখা গেল খুদেকে।
আরও পড়ুন: সরস্বতীর বাস শ্রেয়ার গলায়! রবিবারের আসর জমাতে এ কী গাইলেন শ্রেয়া আম্বানিদের বিয়েতে
এমএস ধোনির একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, 'জিভা আক্ষরিক অর্থেই আমার প্রতিনিধিত্ব করছেন।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, মেয়েকে জড়িয়ে রয়েছেন ধোনি। সামনে থাকা কারও েকটা সঙ্গে গল্প করছেন। সাক্ষীকেও কথা বলতে দেখা গেল। যদিও জিভা এসবের ধারই ধারল না। তাকালও না সামনের মানুষটার দিকে। এক মনে মিষ্টি খেয়ে চলেছে সে। তাদের সকলকেই পারম্পরিক পোশাকে দেখা গিয়েছে।
ভাইরাল ভিডিয়োটি দেখুন এখানে:
একদিন আগে করা এই পোস্টে ২০,৬০০ লাইক পড়েছে এবং বেশ কিছু কমেন্ট পড়েছে। এই সুন্দর ক্লিপটি সম্পর্কে লোকেরা কী বলেছে তা দেখুন এখানে-
কৃপা নামের এক নেটিজেন মন্তব্য করেছেন, 'সবচেয়ে সুন্দর ছোট্ট মানুষটা সেখানে উপস্থিত রয়েছে।' আরেকজন লিখেছেন, 'পাপা মাহি বরাবরের মতো ওরকমভাবে হাত দিয়ে তাকে রক্ষা করে।
আরও পড়ুন: হাত দেখিয়ে পাপারাজ্জিদের কী বলল আরাধ্যা? যদিও তৈমুর-জেহর মতো ‘বদমেজাজ’ দেখাল না
তৃতীয় ইনস্টাগ্রাম ব্যবহারকারী রীতেশ মজা করে লিখেছেন, ‘এত-এত তারকা! আমাকে আইসক্রিম খেতে দাও।’ চতুর্থজন লেখেন, ‘সবচেয়ে মিষ্টি বাচ্চা আমাদের জিভা। ও তো মিষ্টি ভালো খাবেই…’
আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে সত্যি কি আমন্ত্রণ পাননি করিনা! স্পষ্ট করলেন অভিনেত্রী
মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ে করেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। এই দম্পতি, যারা ২০২২ সালে তাদের রোকা অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের সম্পর্ককে আনুষ্ঠানিক করেছিলেন। অবশেষে ১২ জুলাই পরিবার, বন্ধুবান্ধব এবং পৃথিবীর নানা প্রান্তের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মিস্টার এবং মিসেস আম্বানি হয়েছিলেন।
জিভা ধোনির এই মিষ্টি ভিডিয়ো সম্পর্কে আপনার মতামত কী?