জনপ্রিয় ফুড ডেলিভারি সংস্থা জোমাটো এই বছর ১৬ বছরে পা দিল। আর সেই উপলক্ষ্যে একটি জনপ্রিয় সংবাদপত্র একটি অভিনব বিজ্ঞাপন প্রকাশ করেছিল তাঁরা। আর সেটা দেখেই হেসে কূলকিনারা পাচ্ছে না নেটপাড়া।
জোমাটোর তরফে যে বিজ্ঞাপন প্রকাশ্যে আনা হয়েছিল সেখানে জোমাটোর প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েল সহ এই কোম্পানির অন্যান্য উচ্চপদস্থ কর্মীদের ছবি প্রকাশ্যে আনা হয়েছে একটি ছোট লেখা সহ। সেখানে লেখা হয়েছে, '১৬ তম জন্মদিনে আপনাদের সবার ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য কোটি কোটি ধন্যবাদ।' হিন্দিতে লেখা এই পোস্ট এবং গোটা বিজ্ঞাপনটাই সকলের ভীষণ ভাবে নজর কেড়েছে। ব্যাড যাননি পেটিএমের সিইও বিজয় শেখর শর্মা।
আরও পড়ুন: 'সোজাসুজি বিচার করতে বসে যাই...', হার্দিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ইঙ্গিতবহ পোস্ট নাতাশার
পেটিএম সিইও বিজয় শেখর শর্মা এই বিজ্ঞাপনটি এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে শেয়ার করে জোমাটোকে শুভেচ্ছা জানান তাদের ১৬ তম জন্মদিনে। এছাড়া ১৬ তম জন্মদিন উপলক্ষ্যে জোমাটোর তরফে যারা জোমাটো গোল্ড মেম্বারশিপ নিতে চান তাঁদের একটি বিশেষ অফার দেওয়া হয়। সেখানে ৬ মাসের জন্য মাত্র ৩০ টাকায় এখন ইজ মেম্বারশিপ দেওয়া হচ্ছে। এছাড়া ৩০ শতাংশ অফ, ইত্যাদি সুবিধা তো থাকছেই। অনেকেই বিজয় শেখর শর্মার এই টুইটে জোমাটোকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের।
প্রসঙ্গত কারও কারও নজরে এই বিজ্ঞাপনটি আবার নিছকই রাজনৈতিক নেতার বিজ্ঞাপন বলে মনে হয়েছে। বর্তমানে জোমাটোর হেডকোয়ার্টার গুরুগ্রামে অবস্থিত। তবে এটি ভারতের ১০০০ টির বেশি শহরে সক্রিয় ভাবে কাজ করার পাশাপাশি নিউজিল্যান্ড, কানাডা, তুরস্ক, ব্রাজিলেও কাজ করছে।