বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই আইপিএলের মরশুম এসে গিয়েছিল। এখন আবার সকলে টি২০ বিশ্বকাপের ফিভারে আক্রান্ত। আগামী রবিবার অর্থাৎ ৯ জুন পাকিস্তানের মুখোমুখি হবে ভারত তার আগে প্রতিদ্বন্দ্বী দল তথা দেশকে রীতিমত খোঁচা দিল জোমাটো।
আরও পড়ুন: ২৮ মিলিয়ন ভিউজ থাকা সত্বেও চাহাত ফতেহ আলি খানের বাদো বাদি সরিয়ে দিল ইউটিউব! কিন্তু কেন?
পাকিস্তানকে খোঁচা দিয়ে কী লিখল জোমাটো?
পাকিস্তানকে খোঁচা দিয়ে জোমাটো কী লিখেছে সেটা বলার আগে জেনে নেওয়া যাক তারা কোন প্রসঙ্গে কথাটা বলেছেন। কিছুদিন আগেই ইউএসএর মুখোমুখি হয়েছিল পাকিস্তান। সেখানে তাঁরা টাই করলে সুপার ওভারে জিতে যায় ইউএসএ। সেই প্রসঙ্গ টেনে এনে এদিন জোমাটোর তরফে একটি পোস্টে লেখা হয়, 'পাকিস্তান ভাই এমন পারফর্ম করবে তো আগেই বলে দাও বিজ্ঞাপনের স্লট নেব কী নেব না।' একই সঙ্গে তাঁরা সেই পোস্টে হ্যাশট্যাগ দিয়ে লেখেন, 'পাকিস্তান ভার্সেস ইউএসএ'।
জোমাটোর তরফে এই পোস্ট করার পরই সেটা বিপুল মাত্রায় শেয়ার করা হয়েছে। ইতিমধ্যেই ৫৫ হাজার ভিউজ পেয়েছে। ৩২০০ হাজারের বেশি লাইকও পেয়েছে এই পোস্ট।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'বিজ্ঞাপন জানি না। ডেলিভারি ঠিক টাইমে দিও। ৯ জুন বিনোদন আর খাবার যেন বন্ধ না হয়।' কেউ আবার লেখেন, 'খোঁচা দেওয়া আপনাদের থেকে শেখা উচিত।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আপনারা না পারেনও বটে! দারুণ হয়েছে।'
আরও পড়ুন: 'জলদি আসছি...', ফের বড়পর্দায় বাপ - বেটা একসঙ্গে! কবে কোন প্রজেক্টে দেখা যাবে অমিতাভ - অভিষেককে?
আরও পড়ুন: 'মোস্ট এলিজিবল ব্যাচেলর' তেজের কোলে 'বিধবা' সুধা, অদ্ভুত প্রথম দেখার পর কীভাবে দুজনের 'শুভ বিবাহ' হবে?
তবে তাঁরা যে এদিন কেবল পাকিস্তানকে খোঁচা দিয়েছে তাই নয়, একই সঙ্গে লিখেছে 'টিম ভারত ওই টিমকে পুরো সবুজ করে শেষ করবে একেবারেই কাবাবের মতো। আশা করব রবিবার আবার এটা রিটুইট করতে পারব আমরা।'
প্রসঙ্গত এবারের টি ২০ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং ইউএসএ পরিচালনা করছে। ১ জুন থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট চলবে ২৯ তারিখ পর্যন্ত।