বাংলা নিউজ > বায়োস্কোপ > Zoya Akhtar: কোন উদ্দেশ্যে তৈরি 'দ্য আর্চিস'? ফাঁস করলেন জোয়া

Zoya Akhtar: কোন উদ্দেশ্যে তৈরি 'দ্য আর্চিস'? ফাঁস করলেন জোয়া

‘দ্য আর্চিস’ নিয়ে কথা বললেন জোয়া।

নেটফ্লিক্সে মুক্তি পাবে 'দ্য আর্চিস'। একই ছবিতে তিন তারকা-সন্তান। মুক্তির আগে থেকেই এই ছবিকে বয়কটের ডাক তুলেছে দর্শকদের একাংশ।

'আর্চি কমিক্স'কে পর্দায় আনছেন জোয়া আখতার। ছবির নাম 'দ্য আর্চিস'।

হঠাৎ এমন বিষয় কেন বেছে নিলেন? তিনি বললেন, 'এই কমিকটি আমার খুব প্রিয়। এটাই এমন একটা কমিক যার কেন্দ্রে রয়েছে শিশু এবং কিশোর-কিশোরীরা। তাদের খুব সাধারণ একটা জীবন দেখানো হয়েছে সেখানে। আটের দশকে আমি এটা পড়েই বড় হয়েছি। আমার শৈশব জড়িয়ে আছে ওই কমিকের সঙ্গে।'

সাতটি চরিত্র এবং তাদের জীবনের নানা ঘটনাকে কেন্দ্র করে তৈরি জোয়ার 'দ্য আর্চিস'। এই ছবি দিয়েই শাহরুখ-তনয়া সুহানা খান, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দ এবং শ্রীদেবী-কন্যা খুশি কাপুরের হাতেখড়ি হচ্ছে। সঙ্গে থাকছেন মিহির অহুজা, ডট, যুবরাজ মেন্দা এবং বেদং রায়না। জোয়া বললেন, 'সেই চরিত্রগুলোকে নতুন প্রজন্মের সঙ্গে আলাপ করাতে পারব। আবার নস্টালজিয়া ফিরিয়ে আনতে পারব। আমি খুবই খুশি।'

(আরও পড়ুন: উটি থেকে শ্যুটিং সেরে মুম্বই এলেন সুহানা, অগস্ত্য, খুশিরা: রইল ছবি)

নেটফ্লিক্সে মুক্তি পাবে 'দ্য আর্চিস'। একই ছবিতে তিন তারকা-সন্তান। মুক্তির আগে থেকেই এই ছবিকে বয়কটের ডাক তুলেছে দর্শকদের একাংশ। নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে স্বজনপোষণ বিতর্ক। অনেকেই বলছেন, শুধু মাত্র প্রভাবশালী পরিবারের সদস্য বলেই এত সহজে সুযোগ পেয়েছেন সুহানা-অগস্ত্য-খুশি।

(আরও পড়ুন: 'মনে রাখিস তুই পারফেক্ট হতে পারবি না', অভিনেত্রী সুহানাকে বার্তা ‘পাপা’ শাহরুখের)

আগামী বছরে মুক্তি পাবে এই ছবি। বয়কট ঝড়ের মাঝেই কি নিজের জায়গা তৈরি করতে পারবেন তিন তারকা-সন্তান? এখন সেটাই দেখার।

বন্ধ করুন