জুবিন গর্গ একটা সময় বাংলা, হিন্দি দুই ইন্ডাস্ট্রিতে একাধিক হিট গান উপহার দিয়েছেন। অসমিয়া গায়কের ইয়া আলি থেকে পিয়া রে ইত্যাদি সহ একাধিক গান জনপ্রিয় তাঁর গলায়। কিন্তু ইদানিংকালে তিনি একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। মদ্যপ অবস্থায় স্টেজে পারফর্ম করতে ওঠার অভিযোগ উঠেছে তাঁর নামে। তেমনি আরও একটি ভিডিয়ো এদিন প্রকাশ্যে এল।
আরও পড়ুন: প্রথম বিয়ে ভাঙার পর অন্ধকারে ডুবে যান দুর্নিবার! বললেন, ‘নিজেকে বাঁচাতে সব সেভিংস স্যাক্রিফাইস করি’
কী দেখা যাচ্ছে ভাইরাল ভিডিয়োতে?
এদিন জুবিন গর্গের যে ভিডিয়ো ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানে তিনি পিয়া রে গানটি গাইছেন মঞ্চে দাঁড়িয়ে। কিন্তু তিনি এতটাই বেসামাল অবস্থায় ছিলেন যে সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না তিনি।
শুধুই কি তাই? এদিন জুবিন গর্গকে রীতিমত বেসুরো, বেতালে চিরদিনই তুমি যে আমার ছবির হিট গানটি গাইতে শোনা যায়। কখনও কখনও তো তাঁকে মাইকের সামনে হেঁটে আসতে গিয়েও টলে যেতে দেখা যায় রীতিমত। এটা দেখেই রোষে ফেটে পড়েছেন নেটিজেনরা।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'এই লোকটা সারাক্ষণ নেশা করে থাকেন। লাইভ পারফর্ম করছে যে সেটাও মাথায় রাখে না।' কেউ আবার লেখেন, 'নিজের কেরিয়ার উনি নিজেই শেষ করেছেন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আগে কী পছন্দ করতাম। এখন নিজের কী হাল করেছেন। ছিঃ।' যদিও গায়কের অনুরাগীরা জানিয়েছেন তিনি অসুস্থ বলেই এরম করছেন। মদ্যপ অবস্থায় নেই তিনি। এই বিষয়ে একজন লেখেন, 'অসমীয়া গায়ক জুবিন গর্গ ২০২২ এবং ২০২৪ সালে একাধিক শারীরিক সমস্যার সম্মুখীন হন, যার মধ্যে খিঁচুনি এবং মাথায় আঘাত অন্তর্ভুক্ত রয়েছে।' আরেকজন লেখেন, 'যারা উল্টোপাল্টা মন্তব্য করছেন উনি কে জানেন উনি শিল্পী জগতের রত্ন! একশত উনিশটি ভাষায় সঙ্গীত পরিবেশন করা একজন মানুষ, হয়তো ওঁর শারীরিক অসুস্থতার কারণে এই প্রোগ্রামে ভালো পারফরম্যান্স করতে পারেননি। পরবর্তী প্রোগ্রামের জন্য এবং শারীরিক ডেভলপমেন্ট কামনা করছি।'