আইপিএল নিলাম 2024

আইপিএলের মেগা নিলামে কে কোন দল পেলেন, কোন কোন তারকা অবিক্রিত থাকলেন, কার জন্য কত টাকা দর হাঁকা হল, এখানে দেখে নিন যাবতীয় তথ্য।

Hindustantimes Bangla News2024
বাংলা নিউজ>আইপিএলের মেগা নিলাম
  • সবথেকে দামি
  • অবিক্রিত তারকা
  • দল

সবথেকে দামি

খেলোয়াড়প্রাপ্ত দামদলকীভাবে দলে এলেন
No data available
আইপিএলের মেগা নিলামের আসরের দিনক্ষণ ২৪ নভেম্বর এবং ২৫ নভেম্বর। মেগা নিলামের ভেন্যু হল সৌদি আরবের জেড্ডা। ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মধ্যেই আইপিএলের মেগা নিলাম। আর ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’ কথাটা শুনলেই মনে পড়ে মারকাটারি ব্যাটিং, দারুণ বোলিং আর তরুণ প্রতিভা। ২০০৮ সালে এই প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে ক্রমেই বৃদ্ধি পেয়েছে জনপ্রিয়তা। সারা বিশ্বের লাখ-লাখ ক্রিকেট ভক্ত সারা বছর ধরে এই লিগের অপেক্ষায় থাকেন। বিসিসিআইয়ের তরফে ২০০৭ সাল থেকেই এই লিগ আয়োজন নিয়ে তৎপরতা শুরু হয়ে গিয়েছিল। তবে শুধুমাত্র লিগ নয়, এই টুর্নামেন্টকে ঘিরে যে নিলামের আয়োজন করা হয়ে থাকে, তা নিয়েও উন্মাদনা থাকে ক্রিকেটভক্তদের মনে। যতদিন এগিয়েছে, তত আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে প্লেয়ার কেনাবেচা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা আরও বৃদ্ধি পেয়েছে।

প্রথমবার আইপিএল নিলাম অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালে। সেই বার নিলাম অনুষ্ঠিত হয়েছিল মুম্বইয়ে। প্রথমবার নিলামে নিয়মটা একটু অন্যরকম ছিল। সব দলকেই আগে থেকে একজন মার্কি প্লেয়ারকে বেছে নিতে হয়েছিল। সেই মতো মুম্বইয়ের তরফে সচিন তেন্ডুলকর, দিল্লির তরফে বীরেন্দ্র সেহওয়াগ, কলকতার তরফে সৌরভ গঙ্গোপাধ্যায়, বেঙ্গালুরুর তরফে রাহুল দ্রাবিড় এবং পঞ্জাবের তরফে যুবরাজ সিংকে মার্কি হিসেবে বেছে নেওয়া হয়েছিল। হায়দরাবাদের তরফে প্রথমে ভিভিএস লক্ষণের নাম মার্কি হিসেবে ঘোষণা করা হলেও পরে তিনি সেই পদ ছেড়ে দিয়েছিলেন, যাতে তাঁর দল নিলামে আরও বেশি টাকা খরচ করতে পারে। তবে চেন্নাই এবং রাজস্থানের তরফে কোনও মার্কি প্লেয়ার নেওয়া হয়নি।

প্রথম বছর IPL অকশনের সবচেয়ে দামি ক্রিকেটার কে ছিলেন জানেন? সদ্য টি-২০ বিশ্বকাপ জেতানো ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর জন্য চেন্নাই সুপার কিংস ৯.৫ কোটি টাকা খরচ করেছিল। অনেকেই ভাববেন এতো অনেক কম টাকা, এখন তো ক্রিকেটাররা অনেক বেশি অর্থ পেয়ে থাকেন। কিন্তু সেই সময় ৯.৫ কোটি টাকার মূল্য এখনের হিসেবে অনেক বেশি ছিল। সেই ২০০৮ সালের পর থেকে ধোনি চেন্নাইয়ের হয়েই খেলছেন। তবে মাঝে ২০১৬ এবং ২০১৭ মরশুমে IPL থেকে বহিষ্কৃত করা হয়েছিল CSK-কে। ২০১৫ সালে বেটিংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে চেন্নাই এবং রাজস্থান ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। সেই দু’বছর ধোনিকে রাইসিং পুণে সুপারজায়ান্ট দলের হয়ে খেলতে দেখা গিয়েছিল।