হুইস্কি তো বটেই অ্যালকোহল-যুক্ত যে কোনও পানীয়ই শরীরের জন্য খারাপ। কিন্তু এই জাতীয় পানীয় এখন জীবনযাত্রারও অঙ্গও বটে। সারা পৃথিবী জুড়েই এই জাতীয় পানীয়ের বাজার রয়েছে। কিন্তু তার মধ্যে বিক্রির নিরিখে সবচেয়ে এগিয়ে কোনগুলো?
হালে হুইস্কি নিয়ে একটি সমীক্ষা চালিয়েছে একটি আন্তর্জাতিক পত্রিকা। সবচেয়ে বেশি বিক্রি হয় কোন কোন কোম্পানির হুইস্কি, তার তালিকা তৈরি করেছে তারা। ২৫টা হুইস্কি কোম্পানির নামের তালিকা দেওয়া হয়েছে তাদের তরফে। মজার কথা বিদেশি পানীয় হলেও বিক্রির নিরিখে প্রথম ১০টা হুইস্কির মধ্যে ৭টাই ভারতীয়।
সমীক্ষা বলছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হুইস্কি বিক্রি হয় ভারতেই। তার পরে রয়েছে আমেরিকা, ফ্রান্স, জাপান এবং ইংল্যান্ড। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় কোন কোম্পানির হুইস্কি? সেটিও ভারতেরই।
এটি ম্যাকডাওয়েল। বিক্রির নিরিখে এক নম্বরে রয়েছে এই ভারতীয় হুইস্কি। ইউনাইটেট ব্রিউয়ারির এই মদ অন্য হুইস্কির তুলনায় অনেক এগিয়ে।
এই তালিকায় আর কারা? দেখে নিন পুরো তালিকাটা:
- ১। ম্যাকডাওয়েল (ভারত)
- ২। অফিসারস চয়েস (ভারত)
- ৩। ইমপেরিয়াল ব্লু (ভারত)
- ৪। রয়্যাল স্ট্যাগ (ভারত)
- ৫। জনি ওয়াকার (স্কটল্যান্ড)
- ৬। জ্যাক ড্যানিয়েলস (আমেরিকা)
- ৭। অরিজিনাল চয়েস (ভারত)
- ৮। জিম বিম (আমেরিকা)
- ৯। হেওয়ার্ডস ফাইন (ভারত)
- ১০। এইটপিএম (ভারত)
হুইস্কি-সহ অন্যান্য মদের দাম বেড়ে যাওয়ার পরে এই জাতীয় পানীয় বিক্রি কিছু ক্ষেত্রে সামান্য কমেছে। তার পরেও এই জাতীয় পানীয়ের বিক্রির নিরিখে অন্য দেশের