বাংলা নিউজ > টুকিটাকি > 12-year-old dies of heart attack: মাত্র ১২ বছরেই হৃদরোগে আক্রান্ত, স্কুল বাসেই মৃত্যু হল শিশুর

12-year-old dies of heart attack: মাত্র ১২ বছরেই হৃদরোগে আক্রান্ত, স্কুল বাসেই মৃত্যু হল শিশুর

মাত্র ১২ বছরেই হৃদরোগে আক্রান্ত শিশু

12-year-old dies of heart attack: স্কুল থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হল শিশু। মাত্র ১২ বছরের শিশুর এই ঘটনায় বিস্মিত চিকিৎসকমহল। 

স্কুল থেকে ফেরার সময়ে স্কুল বাসেই হৃদরোগে আক্রান্ত হল এক শিশু। আর সেখান থেকেই মৃত্যু। এত কম বয়সি শিশুর হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। গত শুক্রবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্ড এলাকায়।

এদিন সকালে ষষ্ঠ শ্রেণির ছাত্র মনীষ জাতভ স্কুল বাসে অন্য শিশুদের সঙ্গে স্কুলে খেলা করছিল। তার পরে তার দাদার সঙ্গে সে দুপুরের খাবার খায়। এর পরে দুই ভাই অন্য শিশুদের সঙ্গে স্কুল বাসে করে বাড়ি ফিরছিল। হঠাৎই বুকে ব্যথা অনুভব করে সে। বাসের চালক সঙ্গে সঙ্গে পরিবারের সদ্স্য এবং স্কুলকে বিষয়টি জানান। আক্রান্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। 

চিকিৎসকদের থেকে জানা গিয়েছে, তাকে হাসপাতালে নিজে যাওয়ার পরে CPR দেওয়া হয়। কিন্তু তাকে আর বাঁচানো যায়নি। 

অনেকের মত, গোটা মধ্যপ্রদেশের মধ্যে এই শিশুটিই এখনও পর্যন্ত সবচেয়ে কম বয়সে হৃদরোগে আক্রান্ত হল। এই ঘটনায় চিকিৎসকরা রীতমিতো উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ ১২ বছরের শিশু কী করে হৃদরোগে আক্রান্ত হতে পারে, তা নিয়ে চিকিৎসকদের মধ্যেই উদ্বেগ দেখা গিয়েছে।

হালে নানা কারণে হৃদরোগে আক্রান্ত হওয়ার বয়সের গড় নিম্নসীমা কমে আসছে। এখন চল্লিশ বছরে পা দেওয়ার আগেই অনেকে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। আর সেটিই রীতিমতো আতঙ্কিত করছে চিকিৎসকদের। এবার এই শিশুর হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা সেই আশঙ্কাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিল বলে মনে করছেন অনেকে। 

বন্ধ করুন