কলকাতা মেডিক্যাল কলেজের শল্যচিকিৎসা বিভাগে এক অদ্ভুত ঘটনা ঘটেছে বলে শোনা যাচ্ছে। এই চিকিৎসক নিজেই জানিয়েছেন এই ঘটনার কথা। এক রোগীর পেটে অস্ত্রোপচার করে ১৩১২০টি গল ব্লাডার স্টোন পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন তিনি। এবং এটি এখনও পর্যন্ত হওয়া এই জাতীয় অপারেশনের ক্ষেত্রে একটি রেকর্ড বলেও মনে করা হচ্ছে।
২০ সেপ্টেম্বর, শুক্রবার এই সংক্রান্ত পোস্টটি সোশ্যাল মিডিয়ায় অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে। ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের এমবিবিএস বিভাগের অন্তিম বর্ষের এক ছাত্রী এই পোস্টটি করেছেন। তিনি সেখানে লেখেন, ‘কলকাতা মেডিক্যাল কলেজে আজ একটি অস্ত্রোপচারে এক রোগীর পেট থেকে ১৩,১২০টি গল ব্লাডার স্টোন পাওয়া গিয়েছে। এটি এখনও পর্যন্ত একটি রেকর্ড।’ দ্রুত এই খবরটি ছড়িয়ে পড়ে।
তবে কেউ কেউ এটি নিয়ে রসিকতা করতেও ছাড়েননি। তাঁদের প্রশ্ন, এতগুলি স্টোন যে রয়েছে, তা গুণে দেখলেন কে? তবে রসিকতা উপেক্ষা করে বলাই যায়, যদি সত্যিই এতগুলি পাথর পাওয়া গিয়ে থাকে, তাহলে তা চিকিৎসাশাস্ত্রের ক্ষেত্রে একটি বিস্ময়কর ঘটনা।
(আরও পড়ুন: মাছ, মাংস, ডিম ছাড়া দিন চলে না? জানেন কি কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে শরীরের)
গল ব্লাডার স্টোন বা পিত্তথলির পাথর কী?
কোলেস্টেরল বেশি হলে বা বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পেলে পিত্তরসের ক্ষরণে বাধা আসে। তখন সেই পিত্তরস পিত্তথলিতে জমতে জমতে ছোট ছোট পাথর তৈরি করে। এগুলিই হল গলস্টোন। এই সমস্যা ছেলেদের তুলনায় মেয়েদের মধ্যে অনেক বেশি দেখা যায়।
গল ব্লাডার স্টোন বা পিত্তথলিতে পাথর জমার কারণ কী কী?
ক্র্যাশ ডায়েট, ঘন ঘন উপোস, অসময়ে খাওয়া দাওয়া এই রোগের অন্যতম কারণ। মেনোপজের পর হরমোন রিপ্লেসমেন্টের কারণেও এই সমস্যা হতে পারে। যাঁরা বেশি পরিমাণে গর্ভনিরোধক বড়ি খান, তাঁদের এটি দেখা দেয়। মহিলাদের বয়স ৬০ পেরোলে আর সেই সঙ্গে ডায়াবিটিস থাকলে পিত্তথলিতে পাথর জমার আশঙ্কা বেড়ে যায়। এছাড়াও হরমোনের ওষুধ দীর্ঘদিন খেলে, কোলেস্টেরল বাড়লে পিত্তথলিতে পাথর জমতে পারে।
(আরও পড়ুন: অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে হতে পারে স্মৃতিশক্তি নষ্ট, বলছে গবেষণা)
গল ব্লাডারে স্টোন জমার লক্ষণ কী কী?
পেটের উপরের অংশে ডান দিকে ব্যথা শুরু হয়। সেটা ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে পুরো ডান শরীরেই। তার সঙ্গে জ্বর। বমি, অ্যাসিডিটি, একটু তেল মশলা খেলেই পেটের ডানদিকে ব্যথা, গলাজ্বালা এসবই গলব্লাডার স্টোনের লক্ষণ। অনেক সময়ে এটি থেকে হেপাটাইটিসেরও সংক্রমণ হয়। রক্তে ক্যালসিয়াম বাড়াটাও গলস্টোনের লক্ষণ হতে পারে।
এর চিকিৎসা কী?
অস্ত্রোপচারই বেশির ভাগ ক্ষেত্রে করাতে বলেন চিকিৎসকরা। এই অপারেশন আগের থেকে সহজ হয়ে গিয়েছে। এখন মাইক্রোসার্জারির মাধ্যমে পিত্তথলি বাদ দেওয়া হয়।