Viral news: নভেম্বর মাসে লটারি টিকিট কিনে ফেব্রুয়ারিতে সুখবর। বিশ্বের সবচেয়ে বেশি পুরষ্কার কিনে নেন লটারিতে। তিনিই এবার কিনলেন বিশাল অট্টালিকা।
1/6ফেব্রুয়ারি মাসে জিতেছিলেন বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় লটারি। একাই পকেটে ঢুকিয়েছিলেন ২.০৮ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৬ হাজার কোটি টাকা। সেই টাকা দিয়েই এবার ছক্কা হাঁকালেন লটারি বিজেতা ওই ব্যক্তি। (Instagram)
2/6গত নভেম্বর মাসে ক্যালিফোর্নিয়াতে পাওয়ার বল জ্যাকপট লটারির আয়োজন হয়েছিল। লটারি বিক্রির টাকা থেকে ক্যালোফোর্নিয়া পাবলিক স্কুলের জন্য অর্থ সংগ্রহও করা হয়। দেখা যায় প্রায় ১৫৬ মিলিয়ন ডলার অর্থও উঠে এসেছে। (Instagram)
3/6অন্যদিকে এডউইন কাস্ত্রো নামের এক ব্যক্তি জিতে নেয় লটারির ধামাকাদার পুরষ্কার। সেই পুরষ্কারের জেরেই ক্যালিফোর্নিয়ায় একটি বড় ম্যানশন কিনলেন এডউইন। সেই ম্যানশনের ছবিও এবার প্রকাশ্যে এল। (Instagram)
4/6বিলাসবহুল সেই ম্যানশন কিনতে ওই ব্যক্তির খরচ হয় মোট ২০০ কোটি টাকা। নিরিবিলি জায়গায় তৈরি ওই ম্যানশন এক দেখায় স্বর্গ বলেও ভুল হতে পারে। চাহিদা মতো সব কিছুই রয়েছে সেখানে। (Instagram)
5/6একটি সুদৃশ্য সুইমিং পুল রয়েছে একেবারে অট্টালিকার সামনেই। ১৩,৭৫৮ স্কোয়ার ফুটের বিশাল অট্টালিকায় রয়েছে বিশাল বড় বসার ঘর। এছাড়াও, ২০০ কোটির সেই অট্টালিকায় রয়েছে ৫টি শোওয়ার ঘর ও ৭টি স্নানঘর। (Instagram)
6/6লটারি জেতার পর থেকেই প্রকাশ্যে আসেননি এডউইন কাস্ত্রো। পরিচয় গোপন রাখতে কোথাও সাক্ষাৎকার দেননি। তবে লটারি জিতে খুবই খুশি তিনি। একটি বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছেন তিনি। (Instagram)