শুরু হয়ে গেল ২০২৫ সাল। বছরের প্রথম দিনেই নিশ্চয় ক্যালেন্ডারে দুর্গাপুজোর ছুটিটা দেখে রেখেছেন? এছাড়াও চলতি বছরে আর কোন ছুটির দিন রয়েছে, তাও অনেকের নজরে নিশ্চয় রয়েছে! ছুটি প্ল্যান করার ক্ষেত্রে অনেকেই নিশ্চয় উইকেন্ডের দিকে তাকিয়ে রয়েছেন? সেক্ষেত্রে দেখে নেওয়া যাক, বছরে কয়টি লম্বা উইকেন্ড রয়েছে। সেই দিক থেকে ৯ টি দীর্ঘ উইকেন্ড পেয়ে যাবেন ২০২৫ সালে। কবে কোন তারিখে? সমস্ত তথ্য রইল এখানে।
সপ্তাহান্তে পড়েছে কোন কোন পাবলিক হলিডে?
২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস রয়েছে রবিবার।
৬ এপ্রিল, রামনবমী রয়েছে রবিবার।
৬ জুলাই, মহররম রয়েছে রবিবার।
৭ জুন, বকরিইদ রয়েছে শনিবার।
৯ অগস্ট, রাখি বন্ধন রয়েছে শনিবার।
১৬ অগস্ট, জন্মাষ্টমী রয়েছে শনিবার।
এবার দেখা যাক ২০২৫ সালে লম্বা উইকেন্ডের তালিকা:-
হোলির সপ্তাহে
১৩ থেকে ১৬ মার্চ, ৪ দিনের ছুটি হয়ে যেতে পারে। কারণ ১৩ তারিখ ভারতের বহু অংশে হোলিকা দহন নিয়ে ছুটি থাকবে। সেই দিন বৃহস্পতিবার। শুক্রবার পড়ছে হোলি। সেদিন ১৪ মার্চ। এরপরের দুই দিন তো শনি ও রবিবার!
ইদের সপ্তাহে
৩১ মার্চ সোমবার পড়তে পারে রমজান/ইদ-উল-ফিতর। তবে সেই তারিখ নির্ধারিত হয় বেশ কিছু বিষয়ের উপর ভর করে। ফলে এই দিনটি সোমবার হলে, তার আগে শনি ও রবি পড়ছে!
এপ্রিলে কোন সময় লম্বা উইকেন্ড?
এপ্রিল মাসে শুক্রবার পড়েছে গুড ফ্রাইডে। সেই দিনটি ১৮ এপ্রিল। পরের দুই দিন শনিবার ও রবিবার।
বুদ্ধ পূর্ণিমার সপ্তাহে
সোমবার ১২ মে পড়েছে বুদ্ধ পূর্ণিমা। তার আগে শনিবার ও রবিবার ছুটি নিলেই লম্বা কোনও ট্যুরে যেতে পারেন।
স্বাধীনতা দিবসের সপ্তাহে
১৫ অগস্ট ২০২৫ সালে স্বাধীনতা দিবস পালিত হবে শুক্রবার। পরের দুই দিন শনিবার ও রবিবার। ফলে ১৫ থেকে ১৭র লম্বা ছুটি পালন করতে পারেন।
দশমী ও গান্ধী জয়ন্তীর সপ্তাহ
চলতি বছরে দুর্গাপুজো এগিয়ে এসেছে। নবমী এবার পড়েছে বুধবার ১ অক্টোবর। আর তারপর ২ অক্টোবর দশমী বৃহস্পতিবার। দশমীর দিন রয়েছে গান্ধী জয়ন্তী। মাঝে শুক্রবার ছুটি নিয়ে নিতে পারলে, তারপর শনি ও রবিবার।
দিওয়ালির সপ্তাহে
অক্টোবর ২০ তে, দিপাবলীর সপ্তাহে সোমবার রয়েছে দিওয়ালির ছুটি। তার আগের ২ দিন শনিবার ও রবিবার। বুধে রয়েছে গোবর্ধন পুজো। বৃহস্পতিবার রয়েছে ভাইফোঁটা।
ক্রিসমাসের সপ্তাহে
২০২৫ সালে ক্রিসমাস পড়বে বৃহস্পতিবার। ফলে শুক্রবারটা অফিসে ছুটি নিয়ে নিলে শনিবার ও রবিবার উদযাপন করচে পারবেন এই শীতের মরশুমে সপ্তাহ।