বাংলা নিউজ > টুকিটাকি > American tech entrepreneur reversed his age: বয়সের চাকা উলটো দিকে ঘুরিয়ে দিলেন এই ব্যক্তি! কমালেন ৫ বছর বয়স, কী করে

American tech entrepreneur reversed his age: বয়সের চাকা উলটো দিকে ঘুরিয়ে দিলেন এই ব্যক্তি! কমালেন ৫ বছর বয়স, কী করে

ব্রায়ান জনসন— কী ছিলেন, কী হয়েছেন। 

American tech entrepreneur reversed his age: আমেরিকার ব্যবসায়ী ব্রায়ান জনসন তাঁর বয়স ৫ বছর কমিয়ে ফেলেছেন। কীভাবে? তা নিয়েই জল্পনা সারা বিশ্বে। 

অমরত্ব পাওয়ার ইচ্ছা, বয়সের চাকা উলটো দিকে ঘোরানোর ইচ্ছা— এগুলি তো বহু মানুষেরই সাধ। কিন্তু এ এমন এক সাধ, যা সম্ভব নয় জেনেও, যুগের পর যুগ ধরে মানুষ এর সাধনা করে চলে। সাধনা মানে, গবেষণা। কীভাবে কমানো যেতে পারে বয়স? যদিও সব গবেষণার শেষে উত্তর সেই একটাই পাওয়া যায়, বয়স কমানো সম্ভব নয়, মৃত্যু এড়ানো সম্ভব নয়। যতই অর্থ থাকুক না কেন, সম্ভব নয়। 

সত্যিই কি তাই? প্রচলিত এই ধারণা নাকি এবার ভেঙে দিতে পারেন আমেরিকার ব্যবসায়ী এবং ধনকুবের ব্রায়ান জনসন। কারণ তিনি নাকি নিজের বয়স ৫ বছর কমিয়ে ফেলেছেন। তবে এখানেই থামছেন না তিনি। ৪৫ বছর বয়স থেকে ১৮ বছরে ফিরে যাবেন বলে বদ্ধপরিকর ব্রায়ান। আর তাই খরচা করছেন কোটি-কোটি-কোটি টাকা। 

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কোম্পানি বায়োটেকের সিইও ব্রায়ান জনসন। খাতায় কলমে তাঁর বয়স বর্তমানে ৪৫ বছর। জনসন চান, নিজের বয়স ১৮ করে ফেলতে। আ সেই কারণেই বিপুল পরিমাণে অর্থ খরচ করে চলেছেন তিনি। বহু দিন ধরেই মানুষের বয়স কমানোর একটি প্রকল্প নিয়ে কাজ করছেন তিনি এবং তাঁর প্রতিষ্ঠান। প্রকল্পটির নাম ‘ব্লু প্রিন্ট’। নিজেদের প্রকল্পের পরীক্ষাগার হিসাবে নিজের শরীরকেই বেছেছেন ব্রায়ান। 

কী কী করছেন ব্রায়ান?

সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, ৩০ জন বিশেষজ্ঞ এবং চিকিৎসককে নিয়ে ব্রায়ান একটি দল গঠন করেছেন। তাঁরা সকলে মিলে ব্রায়ানের শরীরের যাবতীয় পরিবর্তনের দিকে নজর রাখছেন। এবং তাঁরাই প্রতিনিয়ম এমন কিছু রাসায়নিক তাঁর শরীরে প্রবেশ করাচ্ছেন, যাতে ব্রায়ানের বয়স কমতে থাকে। 

এ জন্য ব্রায়ানকে মেনে চলতে হচ্ছে কড়া রুটিন। রোজ একই সময়ে ঘুমোতে যাওয়া, ঘুম থেকে ওঠা, আমিষ খাবার পুরোপুরি বাদ দেওয়া, রোজ শরীরচর্চার মতো বিষয়গুলি তো আছেই। 

কী কী পরীক্ষা রোজ চলে?

রোজই কিছু না কিছু পরীক্ষা করা হয় তাঁর শরীর নিয়ে। কতটা চর্বি জমল, গ্লুকোজের মাত্রা বাড়ল নাকি কমল, হার্টের অবস্থা— এসব পরীক্ষার মধ্যে দিয়ে রোজ যেতে হয় তাঁকে। আর সেই ভাবেই শরীরের প্রতিটি কোষের ক্ষয় আটকে দিয়েছেন তিনি। শুধু তাই নয়, দাবি করা হয়েছে, শরীরের প্রতিটি কোষ আবার নতুন অবস্থায় ফিরে যাচ্ছে। 

কত টাকা খরচ হয়েছে এ জন্য?

এই সব কাজের জন্য বছরে প্রায় ২০ লক্ষ মার্কিন ডলার খরচ করছেন তিনি। তাঁর গবেষখ দলের তরফে দাবি করা হয়েছে, পৃথিবীতে এমন কোনও মানুষ নেই, যাঁর বয়স ৪৫ বছর, কিন্তু অঙ্গের বয়স ৩৫ বছর। আর কিছু দিনের মধ্যেই নাকি ব্রায়ান সেই জায়গায় পৌঁছে যাবেন। এবং সারা বিশ্বই হয়তো একদিন জানবে, বয়স কমানো সম্ভব, মৃত্যু এড়ানো সম্ভব। 

টুকিটাকি খবর

Latest News

৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন? আসছে রাম নবমী, কোন দিন পালিত হবে ভগবান রামের জন্মদিন? জেনে নিন পুজোর শুভ সময় বারাসতে BJP প্রার্থীর বিরুদ্ধে কমিশনে দলের নেতারা, পিছনে তৃণমূল বলছেন প্রার্থী পুরনো গাড়ি হইহই করে কিনছেন মহিলারা, সমীক্ষা রিপোর্টে চমক! কোন Brand পছন্দ? আট তৃণমূল কংগ্রেস নেতাকে তলব করল এনআইএ, ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের জের বলিউডে পা রাখতে চলেছেন ডলি চাওয়ালা? মলদ্বীপ থেকে ছবি দিলেন সোহেল খানের সঙ্গে বিয়ের পর বরের প্রথম জন্মদিন, অনুপমকে কোন বিশেষ উপহার দিলেন প্রশ্মিতা? RCB vs KKR, IPL 2024 Live: কোহলি দুর্গে নজরে গম্ভীর, লড়াই হবে শেয়ানে শেয়ানে লোকসভার সান্ত্বনা বিধানসভার উপ-নির্বাচনে! সায়ন্তিকাকে টিকিট TMC-র, ভগবানগোলায় কে নতুন ছবির কাজে কলকাতায় এলেন কাজল, সঙ্গী রণিত রায়! শ্যুটিং হবে বোলপুরেও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.