বাংলা নিউজ > টুকিটাকি > সুস্থ থাকতে ভেজা চুমু খান রোজ! চুমুর এত উপকারিতা আছে আগে জানতেন

সুস্থ থাকতে ভেজা চুমু খান রোজ! চুমুর এত উপকারিতা আছে আগে জানতেন

চুমুর উপকারিতা জেনে নিন ঝটপট। 

চুমু খেলে শুধু প্রেম বাড়বে না, ভালো থাকবে শরীরও!

ভালোবাসার প্রথম বহিপ্রকাশ নিসন্দেহে চুমু। সেই যৌবনে কলেজ কেটে প্রথম সিনেমা দেখতে যাওয়া! ভালোবাসার মানুষটার ঠোঁটে ঠোঁট মেলানোর অভিজ্ঞতা আমাদের প্রায় সকলেরই আছে। প্রেম টিকুক আর না টিকুক, প্রথম চুমুর স্বাদ মনে রয়ে যায় সবারই। তবে, চুমুর এত উপকারিতা আছে জানলে আপনি সত্যিই চমকে যাবেন। শুধু ভালোবাসতে নয়, নিজেকে সুস্থ রাখতেও আরও বেশি বেশি করে চুমু খান সামনের মানুষটাকে। 

গবেষণা বলছে আপনি যদি ৩০ মিনিট ধরে চুমু খান তাহলে আপনার শরীরের ৬৮ ক্যালোরি ঝরে। এমনকী, মার্কিন একদল গবেষকদের দাবি চুমু যদি বেশি তীব্র হয়, সে সময় যদি খুব দ্রুত শ্বাস-প্রশ্বাস চলে, তাহলে ৯০ ক্যালোরি পর্যন্ত ঝরতে পারে! এবার চলুন চট করে চুমুর উপকারিতা গুলোতে নজর বুলিয়ে নেওয়া যাক--

১. আপনিও কি অ্যালর্জির সমস্যায় ভোগেন। ধুলোতে বা কোনও কিছু খেলেই গায়ে র‍্যাশ বেরোয়? সমস্যা সমাধান করে দেবে চুমু। গবেষণা বলছে, চুমু খেলে রক্তে অ্যালার্জি প্রতিরোধক অ্যান্টিবডি তেরি হয়। যার ফলে মুক্তি মেলে অ্যালার্জি থেকে।

২. চুমু খুব ভালো ফেসিয়াল এক্সারসাইজের কাজ করে। ত্বকে তাড়াতাড়ি বয়সের ছাপ পড়া বা বলিরেখা আটকাতে এবার থেকে নিয়ম করে চুমু খান। 

৩. চুমু খেলে শক্তিশালী হয় ফুসফুস। ফলে ফুসফুস সংক্রান্ত বিভিন্ন রোগ থেকেও মুক্তি পাওয়া যায়।

৪. চুমু খেলে মস্তিষ্কে হ্যাপি হরমোন সোরোটিন নিষ্কৃত হয়। যার ফলে দুশ্চিন্তা কমে। কমে উচ্চ রক্তচাপের সমস্যা। 

৫. প্রচন্ড মাথা ব্যথা করছে। আদর করে চুমু খান। দেখবেন ব্যথা উধাও!

বন্ধ করুন
Live Score