বিয়ের তারিখ চূড়ান্ত মানেই এবার মধুচন্দ্রিমা নিয়ে পরিকল্পনা। বিয়ের আগে থেকেই সবাই ঠিক করে রাখেন কোথায় হবে তাদের দাম্পত্য জীবনের প্রথম ভ্রমণ। এমনকি অনেকে আগে থেকে সেইমতো ছুটির ব্যবস্থাও করে রাখেন। বিয়ের আগে কাটা হয়ে যায় প্লেন বা ট্রেনের টিকিটটাও।
মধুচন্দ্রিমার জন্য অনেকেই পছন্দ করেন নিরিবিলি জায়গা। খোলা আকাশের নিচে শান্ত ও নিরিবিলি জায়গায় একসঙ্গে সময় কাটানোর আনন্দটাই আলাদা।সারাবছর যেখানে মানুষের ভিড় লেগে আছে, সেখানে তেমনভাবে সময় কাটানো মুশকিল। এই প্রতিবেদনে তাই থাকছে, কিছু নিরিবিলি ভ্রমণস্থানের হদিশ। ভারতের মধ্যে হওয়ায় খরচের দিক থেকেও যথেষ্ট সাশ্রয়ী গন্তব্যগুলো।
কুর্গ: তুলনায় কম পরিচিত হলেও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই ছোট্ট শহরটি ভারতের স্কটল্যান্ড নামে পরিচিত। দক্ষিণ ভারতের কর্ণাটকে অবস্থিত শহরটি মূলত কোদাগু নামে পরিচিত। সেপ্টেম্বর থেকে জুন মাসের মধ্যে যেকোনও সময় মধুচন্দ্রিমার দারুণ গন্তব্য হতে পারে এই শহর। হ্রদ, কফির খেত, ঝরনা ও ছবির মতো পাহাড়ি উপত্যকার জন্য বিখ্যাত এই শহর।
পন্ডিচেরি: অক্টোবর থেকে মার্চের মধ্যে যাওয়া যেতে পারে ভারতের এই বিখ্যাত কেন্দ্রশাসিত শহরটিতে। একসময় ফ্রান্সের উপনিবেশ ছিল তামিলনাডু ঘেরা পন্ডিচেরি। বর্তমানে পূর্বের প্যারিস নামে পরিচিত শহরটিতে গেলে বিদেশভ্রমণের অনুভূতি হতে বাধ্য। ফরাসি দোকান ও সংস্কৃতি এই শহরের কিছু অংশে এখনও অবিকৃতভাবে রয়েছে। এছাড়াও এখানকার সুন্দর শান্ত সমুদ্রতট ও মনোরম আবহাওয়া রোম্যান্টিক মধুচন্দ্রিমার জন্য আদর্শ।
পুরী: পুরী মানেই সমুদ্র সৈকত ও জগন্নাথ মন্দির। পুরীর নাম শুনলে অনেকের মনে হতেই পারে এটি মোটেই শান্ত ও নিরিবিলি ভ্রমণের স্থান নয়। তবে হিন্দুদের মন্দির ও পুজোআচ্চার স্থান ছাড়াও পুরীতে রয়েছে অনন্ত প্রকৃতির সৌন্দর্য। পুরীর সমুদ্রতটের একদিক যেমন প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ, তেমনই পুরীর বেশকিছু জায়গা পর্যটকদের বরাবরের গন্তব্য। এছাড়াও বঙ্গোপসাগর তীরের মনোরম আবহাওয়া মধুচন্দ্রিমার রাতকে রোম্যান্টিক করে তুলতে বাধ্য।
মুন্নার: কেরালার দক্ষিণ-পশ্চিম কোণে ইদুক্কি জেলায় অবস্থিত মুন্নার শহর। ছোট্ট এই পাহাড়ি শহরটি ঘন গাছপালা আর শান্ত আবহাওয়ার জন্য ভ্রমণের গন্তব্য হিসেবে অনেকেরই প্রিয়। এখানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি দুজন মিলে কুন্দালা হ্রদে নৌকাভ্রমণও করতে পারেন। এছাড়াও আট্টাকাদ ঝরনার সামনে বসেও সময় কাটতে পারে দুজনের।
পহেলগাঁও: জম্মু কাশ্মীরে অবস্থিত পহেলগাঁও একটি ছোট্ট শহর। মূলত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এই শহরটি নবদম্পতির প্রথম গন্তব্য হিসেবেও পরিচিত। এখানের শান্ত পাহাড়ি উপত্যকায় দুজনের জীবনের শ্রেষ্ঠ সময়ও কাটতে পারে।