7 Biggest Fashion Faux Pas of 2022: অন্যরকম কিছু করতে গিয়ে শেষ পর্যন্ত ফ্যাশন ডিজাস্টারে পরিণত হয়েছিল একাধিক তারকার সাজ। কারা তাঁরা?
1/8তারকারা বরাবর তাঁদের সাজ, পোশাক সব কিছু দিয়েই সাধারণ মানুষদের উদ্বুদ্ধ করেন, নতুন নতুন আইডিয়া দিয়ে থাকেন। কখনও সেগুলোতে আমরা মুগ্ধ হই, কখনও সেগুলো এক একটা ডিজাস্টারে পরিণত হয়। স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে গিয়ে পুরোটাই গন্ডগোল হয়ে যায়। এই বছরেও এমন একাধিক ঘটনা ঘটেছে। এই প্রতিবেদন থেকে দেখে এই বছরের ৭টি ভয়ঙ্কর ফ্যাশন ডিজাস্টার!
2/8জাস্টিন বিবারকে গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে একটি ওভারসাইজড স্যুট পরে এসেছিলেন। যদিও তাঁর এই সাজ তাঁর ভক্তদের মোটেই ভালো লাগেনি।
3/8মেট গালা ২০২২-এ এম্মা করিন যে পোশাক পরেছিলেন বা যে সাজে সেজেছিলেন সেটা কারও পছন্দ হয়নি। উল্টে তাঁর এই লুক দেখে সকলেই অবাক হয়ে গিয়েছিলেন! তাঁকে এই ইভেন্টে একটি মিউ মিউ ওভারসাইজড কোট এবং টুপি পরেছিলেন।
4/8বিল্লি এইলিশ রিক ওয়েনসের ডিজাইন করা পোশাক পরে গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু তাঁর সাজ দেখে সমালোচকরা রীতিমত মাথায় হাত দিয়েছিলেন! যদিও গোটা বিষয়টা বেশ ইউনিক ছিল, তবুও ব্যাপারটা ঠিক জমেনি।
5/8কেনস ২০২২-এ জুলিয়ান মুর যে পোশাক পরে ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন, সেটাও কারও পছন্দ হয়নি। তাঁর এই কালো গাউন মোটেই ফিট করেনি তাঁর গায়ে। ফলে একটা বেঢপ লুক তৈরি হয়েছিল।
6/8স্প্যানিশ অভিনেত্রী রোজি ডি পালমা এবারের কেনস চলচ্চিত্র উৎসবে কেবল একটি কালো ব্লেজার পরে এসেছিলেন। নিচে কিছুই পরেননি। তাঁর এই উদ্ভট সাজ নিয়েও যথেষ্ট আলোচনা হয়েছিল।
7/8ফ্রেঞ্চ মডেল ডিডি স্টোন রবার্টো ক্যাভালির ডিজাইন করা একটি পোশাক পরেছিলেন কেনস ২০২২-এ। কিন্তু তাঁর সেই উদ্ভট পোশাক কারও ভালো লাগেনি, উল্টে সকলেই বেশ হতাশ হয়েছিলেন তাঁর এই সাজ দেখে।
8/8নিকোল কিডম্যান একটি মেটালিক গাউন পরে প্যারিসের ব্যালেন্সিয়াগা কর্ট্যুরে গিয়েছিলেন। তাঁর এই সাজের জন্য তাঁকে ব্যাপক ট্রোলের মুখে পড়তে হয়েছিল।