বাংলা নিউজ > টুকিটাকি > Chhattisgarh Minister TS Singh: ৭০ বছর বয়সে আকাশ থেকে ঝাঁপ ছত্তিশগড়ের মন্ত্রীর, চমকে দেওয়ার মতো ভিডিয়ো

Chhattisgarh Minister TS Singh: ৭০ বছর বয়সে আকাশ থেকে ঝাঁপ ছত্তিশগড়ের মন্ত্রীর, চমকে দেওয়ার মতো ভিডিয়ো

৭০ বছর বয়সে আকাশ থেকে ঝাঁপ ছত্তিশগড়ের মন্ত্রীর (Twitter)

অস্ট্রেলিয়া সফরে গিয়ে স্কাই ডাইভিংয়ের আনন্দ ভাগ করে নিলেন ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও। মাটির থেকে হাজার হাজার ফুট উপরে কেমন লাগে চারপাশ, সেই ভিডিয়োয় নেট দুনিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন কংগ্ৰেস সরকারের মন্ত্রী।

অস্ট্রেলিয়া সফরে গিয়ে স্কাই ডাইভিংয়ের আনন্দ ভাগ করে নিলেন ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিং দেও। মাটির থেকে হাজার হাজার ফুট উপরে কেমন লাগে চারপাশ, সেই ভিডিয়োয় নেট দুনিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন কংগ্ৰেস সরকারের মন্ত্রী। বয়স ৭০এর কোঠায় হলেও স্কাই ডাইভিং ভরপুর উপভোগ করেছেন টিএস সিং। এই দিন তার সঙ্গে ছিলেন‌ অস্ট্রেলিয়ার একটি বিখ্যাত স্কাই ডাইভিং সেন্টারের অভিজ্ঞ প্রশিক্ষক। স্কাই ডাইভিংয়ের জন্য পরিচিত বিভিন্ন অঞ্চলগুলির মধ্যে সেরা জায়গা থেকেই তিনি এই দিনের রাইডটি করেন। প্রসঙ্গত কংগ্ৰেসের মন্ত্রী টিএস সিং সুরগুজার খেতাবপ্রাপ্ত মহারাজাও। এই দিন ভিঢিয়োটি শেয়ার করে তিনি বলেন, এটি সত্যিই একটি অসাধারণ দুঃসাহসিক কাজ ছিল। এই দিনের সফরে তিনি বেশ অভিভূত। তাঁর পোস্টের ভাষাতেই তা ধরা পড়ে।‌ টিএস সিং পোস্টের ক্যাপশনে লেখেন, আকাশের সত্যি কোনও সীমা নেই।

আরও পড়ুন: ওজন কমাতে এটি দেদার খান? অজান্তেই ঘনিয়ে আসছে বড় বিপদ

আরও পড়ুন: বয়স সত্তর হোক বা আশি, ৩ খাবার খেলে চাঙ্গা তরুণ থাকবে হার্ট

এমন একটি সুযোগ পেয়ে যে তিনি খুব খুশি, তাও ধরা পড়ে তাঁর পোস্টে। তিনি লেখেন, অস্ট্রেলিয়ার এই সফরে স্কাই ড্রাইভিং এর সুযোগ পেয়ে তিনি খুবই আনন্দিত। একইসঙ্গে তিনি বলেন, এই সফরটি তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে। ৭০ বছর বয়সে স্কাই ড্রাইভিং এর এই অভিজ্ঞতা যে তিনি পুরো মাত্রায় উপভোগ করেছেন সে কথাও শেয়ার করেন প্রবীণ স্বাস্থ্যমন্ত্রী‌।

আরও পড়ুন: রোজকার প্রিয় যন্ত্রই ডেকে আনছে হার্টের বিপদ, কেন বলছেন বিজ্ঞানীরা

আরও পড়ুন: মা হওয়ার আগেই ঘনাতে পারে বিপদ! ডিম্বাশয় ক্যানসার নিয়ে এগুলি না জানলেই নয়

টিএস সিং দেওকে এই দিন একটি বিশেষ জাম্পস্যুটের সাজে দেখা যায়। সাধারণত প্লেন থেকে লাফ দেওয়ার আগে এই স্যুটটি পড়ার নিয়ম। এই দিনের ভিডিয়োতে পরিচিত সাজে না থাকায় রাজনৈতিক নেতা টিএস সিংকে চেনা যাচ্ছিল না। প্যারাসুট দেওয়ার পর তিনি প্রশিক্ষকের কথা মতো ল্যান্ডিং জোনে পৌঁছে চমকে ওঠেন। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি আবার করবেন কিনা।‌ তিনি সাগ্রহে জানান তাঁর বারবার স্কাই ডাইভিং করতে ইচ্ছে‌ করছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন