অতিরিক্ত পোকামাকড়ের উপদ্রব হলে তা অনেক সময় নাক বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করে, ফলে শরীরে তৈরি হয় অস্বস্তি। আবার কিছুক্ষণের মধ্যেই সেটা বেরিয়েও যায় শরীর থেকে। তবে সম্প্রতি চিনে ঘটে গেল এমন একটি ঘটনা, যা শুনে শিউরে উঠবেন আপনি।
স্থানীয় চীনা সংবাদ আউটলেট অনুযায়ী, ঘটনাটি ঘটে চীনের হাইয়ান প্রদেশের হাইকোর এলাকায় বসবাসকারী এক ব্যক্তির সঙ্গে। ৫৮ বছর বয়সী ওই ব্যক্তি যখন ঘুমাচ্ছিলেন, তখন নাকে অদ্ভুত একটি অনুভূতি হওয়ায় ঘুম ভেঙে যায় তাঁর। তিনি অনুভব করেন, একটি বস্তু তাঁর গলার মধ্যে দিয়ে চলে যাচ্ছে শরীরে। চমকে উঠে তিনি কাশতে থাকেন যাতে ওই বস্তুটি শরীর থেকে বেরিয়ে যায় কিন্তু তা হয়নি।
(আরও পড়ুন: উঠে গেল পর্দা! লালবাগচা রাজার প্রথম দর্শন পেয়ে সারা বিশ্বের গণপতি ভক্তরা ভাসলেন আবেগে)
পরের দিন ওই ব্যক্তি ঘটনাটি ভুলে যান এবং স্বাভাবিক জীবন যাপন করতে শুরু করেন। কিন্তু আসল সমস্যা শুরু হয় ঘটনাটি ঘটে যাওয়ার তিনদিন পর, যখন তিনি বুঝতে পারেন তাঁর নিঃশ্বাস দিয়ে অস্বাভাবিক দুর্গন্ধ বের হচ্ছে। প্রাথমিক মৌখিক স্বাস্থ্যবিধি মানার পরেও যখন অত্যাধিক দুর্গন্ধ বের হয় তখন তিনি চিকিৎসকের শরণাপন্ন হন।
চীনে বসবাসকারী ওই ব্যক্তি প্রথমে হাইনান হাসপাতালে যান এবং ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নেন। চিকিৎসকরা ওই ব্যক্তির শ্বাসযন্ত্রের পরীক্ষা করেন কিন্তু অস্বাভাবিক কিছু পান না। এরপর ডক্টর লিন লিং, যিনি একজন শ্বাসযন্ত্রের ডাক্তার তাঁর কাছে রেফার করা হয় ওই ব্যক্তিকে। ডক্টর লিন প্রথমে ওই ব্যক্তির সিটি স্ক্যান করেন এবং বুঝতে পারেন ডানদিকের ফুসফুসে কোনও একটি বস্তু আটকে রয়েছে।
(আরও পড়ুন: চলতি সপ্তাহেই গণেশ পুজো, জানুন ভারতের সেরা ১০টি শহরের পুজো সম্পর্কে)
চিনা সংবাদ মাধ্যম আউটলেটকে ডক্টর লিন বলেন, ‘প্রাথমিক পরীক্ষা করেই বুঝতে পারি ওই ব্যক্তির ফুসফুসে কিছু একটা আটকে আছে। ফুসফুসে অতিরিক্ত কফ থাকার কারণে বোঝা যাচ্ছিল না বস্তুটি কি, কিন্তু বস্তুটির যে পাখা রয়েছে তা বোঝা যাচ্ছিল। পরে ওই ব্যক্তির বুক থেকে কফ অপসারণ করার পর আমরা দেখতে পাই, বুকে একটি তেলাপোকা আটকে আছে।’
তেলাপোকা নির্ধারণ করার পর এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই ব্যক্তির শ্বাসনালী থেকে পোকাটিকে বের করা হয়। পোকাটিকে বের করার পর ওই ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং তাঁর নাক দিয়ে আর কোনও দুর্গন্ধ বের হয় না। এই ঘটনাটিকে অস্বাভাবিক এবং বিরল বলে বর্ণনা করেছেন ডক্টর লিন।